- চুপকথা

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৪ আগস্ট, ২০১৬, ০৩:৪৬:০০ দুপুর

কথা বলা বারন যখন কে বলেছে বলতে

দেখছনা ভয় পাচ্ছে সবাই খোলা মনে চলতে!

ভাবনা মনে রেখে সবাই মুখে দিচ্ছে তালা

কার বা এমন সাধ্য আছে সইবে এমন জ্বালা।

তবু যারা ভয় মাড়িয়ে বলতে চাইছে কিছু

সাদা পোশাক হর হামেশা ঘুরছে তাদের পিছু।

রাতবিরেতে নিচ্ছে তুলে ভাবছে সবাই থানায়

বলছে থানা কেউ আসেনি খবর নিয়ে জানায়।

যাচ্ছে কোথায় কেউ জানেনা আসবে নাকি ফিরে

স্বপ্ন কম দেখা হয়নি ইলিয়াস আলী ঘিরে।

বাড়ছে দিনে নিখোঁজ বহর বলছি কি তায় শোন

চোখ ইশারায় চলবে কথা জবান চাইনা কোন।

কি আসে যায় রামপালে আর ট্রানজিট দিলে মাগনায়

তোমার কেন গা জ্বলে ভাই ভবিষ্যতের পাখনায়।

চলছে যেমন চলতে থাকুক রাজা রানীর খেলা

এসো তবে চোখটি বোজে কাটিয়ে দিই বেলা।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376745
২৪ আগস্ট ২০১৬ বিকাল ০৫:১১
কুয়েত থেকে লিখেছেন : দেখছনা ভয় পাচ্ছে সবাই খোলা মনে চলতে!
ভাবনা মনে রেখে সবাই মুখে দিচ্ছে তালা ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
312358
অন্য চোখে লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File