ক্ষমা কর

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৪ আগস্ট, ২০১৬, ০৬:৩৯:৫৯ সন্ধ্যা

ভূমিকম্পের আভাস পেলে ডাকি খোদা তোমায়

নড়েচড়ে শান্ত হলে পাঠিয়ে দিই কোমায়।

ডাকবো আবার সময় হলে বিপদ এলে দ্বারে

বলবো রহিম, রহমান তুমি ডাকবো আর কারে?

ক্ষমার সাগর, দয়ার সাগর রহম কর যদি

সবই আবার যাইযে ভুলে মিললে সুখের গদি।

দুঃখের দিনে তুমিই আপন তোমার কাছে মাগি

কাটায় জীবন তায়রে নায়রে মরণকালে ডাকি।

লুকোচুরি চলছে যেন তোমার সাথে আমার

পূণ্য গুলো যাচ্ছে মরে বাড়ছে পাপের খামার।

তবু খোদা পার যদি দিও ক্ষমা করে

যতই বাড়ুুক পাপের বোঝা ঈমাণ তোমার তরে।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376759
২৪ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুমিকম্পের কারন গুলি তাই বজায় থাকে!
২৪ আগস্ট ২০১৬ রাত ০৯:৪৫
312364
অন্য চোখে লিখেছেন : হুম ঠিক যেন তায়
376770
২৪ আগস্ট ২০১৬ রাত ১১:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৫ আগস্ট ২০১৬ সকাল ১১:১৯
312376
অন্য চোখে লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
376778
২৫ আগস্ট ২০১৬ রাত ০১:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

স্মরণ করিয়ে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ .
২৫ আগস্ট ২০১৬ সকাল ১১:২০
312377
অন্য চোখে লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ
376790
২৫ আগস্ট ২০১৬ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন : আল্লাহর খাস রহমত আছে বাংলাদেশীদের উপর । এসব ভুমিকম্প এক একটা সিগনাল । জানি না আল্লাহ আমাদের অন্যায় আর কত বরদাস্ত করবেন !
২৫ আগস্ট ২০১৬ সকাল ১১:২১
312379
অন্য চোখে লিখেছেন : আল্লাহ আমাদের দেশ সহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহায় হোন এবং অন্যন্য ধর্মাবলম্বীরাও যেন অশান্তি না করে শান্তিতে থাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File