ক্ষমা কর
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৪ আগস্ট, ২০১৬, ০৬:৩৯:৫৯ সন্ধ্যা
ভূমিকম্পের আভাস পেলে ডাকি খোদা তোমায়
নড়েচড়ে শান্ত হলে পাঠিয়ে দিই কোমায়।
ডাকবো আবার সময় হলে বিপদ এলে দ্বারে
বলবো রহিম, রহমান তুমি ডাকবো আর কারে?
ক্ষমার সাগর, দয়ার সাগর রহম কর যদি
সবই আবার যাইযে ভুলে মিললে সুখের গদি।
দুঃখের দিনে তুমিই আপন তোমার কাছে মাগি
কাটায় জীবন তায়রে নায়রে মরণকালে ডাকি।
লুকোচুরি চলছে যেন তোমার সাথে আমার
পূণ্য গুলো যাচ্ছে মরে বাড়ছে পাপের খামার।
তবু খোদা পার যদি দিও ক্ষমা করে
যতই বাড়ুুক পাপের বোঝা ঈমাণ তোমার তরে।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
স্মরণ করিয়ে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ .
মন্তব্য করতে লগইন করুন