তোমার গায়ে লেপ্টে দিবো আমারই স্লোগান-
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ২৪ আগস্ট, ২০১৬, ০৬:৩৪:২৪ সন্ধ্যা
তুমি প্রস্তুত থেকো হে, আওয়ামী সাঁজোয়া যান! একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য হল নেই এটা একমাত্র
বাংলাদেশেই সম্ভব! জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর বাস্তব উদাহরন।
এদের নতুন হল পাওয়া তো দূরের কথা, তাঁদের নিজেদের ৯টি হল
বেদখল হয়ে আছে আজ ৩০ বছর ধরে! তিব্বত হল দখল করে হাজী সেলিম সেখানে তার বউয়ের নামে মার্কেট
বানিয়ে ফেলেছে! জয় বাংলার সাথে সেখানে সেলিম সাহেব ব্যবসা চালিয়ে
যাচ্ছেন। শহীদ আনোয়ার শফিক হল, সাইদুর রহমান এবং রউফ মজুমদার হল
দখল নিয়ে সেগুলোতে ফার্নিচার আর হার্ডওয়্যার ব্যবসা চলছে।
আওয়ামী গুণ্ডাপাণ্ডা ও প্রভাবশালীরা এভাবেই দখল করে নিয়েছে এবং
সেই ২০০৯ সাল থেকেই সরকারি পর্যায়ে এই হলগুলো জগন্নাথ
বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয়ার কথা বলা হলেও এখনও সেটা কার্যকর
হয়নি। উলটা বর্তমান অযোগ্য ভিসি আওয়ামী ক্যাডারের মত আচরণ করছেন। তিনি সেদিন জগন্নাথের ছাত্র শংকরদেব নাথ কে আন্দোলন
করলে শিবির হিসাবে চালান করে দেওয়ার হুমকি দিলো! একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হলের জন্য আন্দোলন করতে
হচ্ছে-এটি বড় লজ্জার। বর্তমানে তাঁরা পরিত্যক্ত কারাগারের স্থানে
হল নির্মানের জন্য যে দাবি জানিয়েছেন, সেটিকে খুবই যৌক্তিক বলে
মনে করি। তাদের আন্দোলনে তাই পূর্ণ সংহতি জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের
কাছে আহ্বান জানাই। কমরেড মাহমুদ
বিষয়: রাজনীতি
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন