দ্বীন কায়েম হবে কি ?

লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১১ জুন, ২০১৯, ১১:৫৭:০৬ রাত

- ভাই আপনার কি মনে হয় বাংলাদেশে কখনও দ্বীন বিজয় হবে? আমার তো মনে হয় না জামায়াত ইসলামি বা ছাত্রশিবির কখনও দ্বীন কায়েম করতে পারবে?

- কেন হবে না অবশ্যই দ্বীন কায়েম হবে! কারণ মুমিন কখনও হতাশ না। শেষ বিজয় মুমিনদের হয় এই কথা আল্লাহ নিজেই বলেছেন!

- তা তো বুঝলাম কিন্ত কিভাবে?

- কিভাবে হবে সেটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন একটু খুঁজ নিয়ে দেখুন আশা করি উওর পেয়ে যাবেন। কোরআব একবার পরে দেখুন না আপনার সব প্রশ্নের উওর কোরআন দিয়েছে।

- আসলে সুয়েব ভাই আমি ঠিক বলতে চাচ্ছি বর্তমান অবস্থায়। কিভাবে সম্ভব সামনে এগিয়ে যাওয়া? আমার তো মনে হয় না আরও সামনে এগিয়ে যাওয়া যাবে বর্তমান ইসলামের অপশক্তি খুব শক্ত অবস্থান নিয়েছে। যারা ইসলামি আইন কায়েম না হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই করবে তবুও কোরআনের আইন কায়েম হতে দেবে না!

- হা ভাই ঠিকই বলেছেন আপনিও সেই দলের লোকদের সাথে অবস্থান নিয়েছে। আপনি আর তাদের মধ্যে তফাত্ দেখছি না। ওরা ইসলামিক আইন কায়েম করতে দিচ্ছে না আর আপনি আইমিন আপনার মতো কিছু সংখ্যা মুসলিম নিজে ইসলামি আন্দোলন কোরআনের আইন কায়েম করার চেস্টা না করে উল্টো অবস্থান নিয়েছে। শুধু দূর থেকে দাড়িয়ে দাড়িয়ে দেখছে আর বলছে হবে কোরআনের আইন কায়েম হবে কি হবে না সেইসব বিষয়ে ভবিষ্যত্ বাণী দিচ্ছে।

কিন্ত ইসলামি আন্দোলন শরিক হচ্ছে না।

- এইভাবে তো ভেবে দেখিনি তো ভাই কখনও

- এবার ভেবে দেখুন কেমন?

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File