জেনে নিন মৃত্যু সম্পর্কে কুরআনের চূড়ান্ত বক্তব্য
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১১ জুন, ২০১৯, ০৯:৫৬:৫৪ রাত
ভূমিকাঃ
মরণের কথা শুনলে আমরা সবাই আঁতকে উঠি । কারণ মৃত্যু ঈমাণহীণ ব্যক্তির জীবনকে বিস্বাদ করে তোলে । আমরা কেহ মরতে চাইনা - মরলেই যে আমাদের সব ফুরিয়ে যাবে, এই ভয়ে । যে করেই হোক মৃত্যুর ভয়ঙ্কর হাতের থাবা থেকে বাঁচতে চাই , যদিও তা সম্ভব হয়না - তবুও চেষ্টায় ত্রুটি করিনা
প্রশ্ন হচ্ছে , আসলে মৃত্যু কী ? মৃত্যু কি মানুষের জন্য বিনাশ বা শেষ অধ্যায় ? মৃত্যু কি মানবের জন্য সেই যবনিকা যার পরে আর কিছু নেই !
এর জবাব হল , মৃত্যু আসলে জীবনের শেষ অধ্যায় নয় , বরং এই অস্থায়ী জীবনে কৃত ভাল বা মন্দের স্বাদ বা শাস্তি ভোগের জন্য স্থায়ী জীবনে প্রবেশের দরজা মাত্র । অর্থাৎ মৃত্যুর মাধ্যমেই আমরা পরকালের জিন্দেগীতে প্রবেশ করতে বাধ্য হচ্ছি । এ থেকে রেহাই পাবার কোন উপায় মানুষের নেই ।
=এবার চলুন জেনে নেই মৃত্যু সম্পর্কে ক্বুরআন কি কি চূড়ান্ত বক্তব্য পেশ করেছে ঃ
এক ঃ মৃত্যু হবেই -এবং মৃত্যুর পরে এখানে কৃত ভাল - মন্দের স্বাদ অবশ্যই নিতে হবে ।
= সূরা আলে ইমরান । আয়াত - ১৮৫ ।
দুই ঃ আল্লাহ্র হুকুম ছাড়া মৃত্যু হবেনা ।
সূরা আলে ইমরান । আয়াত - ১৪৫ ।
তিন ঃ মৃত্যুর জন্য নির্দিষ্ট সময় আছে ।
সূরা আলে ইমরান । আয়াত - ১৪৫ ।
চার ঃ নির্দিষ্ট সময়ের এক মুহুর্ত আগেও হবেনা , পরেও হবেনা - একেবারে নির্ধারিত মুহুর্তে হবে ।
সূরা ছাবা । আয়াত - ৩০ ।
পাঁচ ঃ কোথায় মৃত্যু হবে তা কেউ জানেনা ।
সূরা লুক্বমান ।
আয়াত -৩৪
ছয় ঃ যে জায়গায় তার মৃত্যু হবে সেখানে তাকে যেতেই হবে ।
সূরা আলে ইমরান । আয়াত - ১৫৪ ।
এ ছয়টি বিষয় এমন সত্য যা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি । এ বিষয়গুলো কেউ বিশ্বাস করুক আর না করুক তাতে কিছুই আসে যায়না । কারো বিশ্বাসে এ যেমন পাল্টায় না , তেমনি কেউ অস্বীকার করলেও এগুলো থমকে দাঁড়ায় না ।
প্রিয় বন্ধুরা ,
মৃত্যু সম্পর্কে এই জ্ঞান যদি একজন মুমিনের মস্তিষ্কে তাজা থাকে তাহলে আল্লাহ্র পথে চলা এবং সে পথে সংগ্রাম করা থেকে দূরে থাকার কোন সঙ্গত কারণ আছে কি ?
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন