হে বাংলার মুসলিম জনতা ।

লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ২৯ মে, ২০১৪, ১০:৩৭:১৭ রাত

হে বাংলার মুসলিম জনতা ,

তোমরা কি অন্ধ , বধির, মূখ ?

নাকি মূর্খ - নির্বোধ আর নির্লজ্জ ?

নাকি জ্ঞানপাপী স্বার্থান্ধ , ভীরু, কাপুরুষ আর

জোচ্চর ?

নাকি যালিম , কপোট আর স্বার্থান্বেসী ?

নাকি পাশবিকতা আর বীভৎসতা দেখার তৃপ্তিহীন পিপাসী ?

নাকি ধর্ষণ আর ব্যভিচারের খবর শুনে বা পড়ে বা দেখে পাশবিক পুলকে মাতাল ?

নাকি নিরীহ - নিরপরাধ মানুষের গলা কাটা লাশ আর রক্তের প্রবাহ দেখতে পছন্দকারী ?

নাকি মানুষ নামের হায়না কতৃক গরীব - অসহায় দিনমজুর ভাইয়ের ভিটা-বাড়ী দখল করে নেয়ার অবিরাম দৃশ্য দেখে স্বাদ আস্বাদনকারী ?

নাকি পাঁচ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ করার খবর শুনতে অস্থির ?

নাকি আল্লাহ্‌র দিকে ডাকার অপরাধে পুলিশ কতৃক চোখ উপড়ে ফেলার ঘটনা শুনে আনন্দলাভকারী ? নাকি তোমার নবী (সঃ) কে গালি দেয় এমন পশুদের সমাবেশে নিজেও পশু হবার আশায় যোগদানকারী ?

হ্যাঁ , তোমাদের পরিচয় আজ এটাই ।

কারণ মিত্যার উলঙ্গ যাত্রাকে তোমরা নীরবে চেয়ে দেখছো! যেন তোমরা পচে-গলে যাওয়া কতগুলি মৃত লাশ ।

তোমরা এতটাই কাপুরুষ হয়েছ যে , পশুদের এই লেংটা যাত্রার দৃশ্য দেখা থেকে নিজেদের নিষ্পাপ শিশুগুলোকে রক্ষার জন্য ঘরের জানালাটি পর্যন্ত বন্ধ করতে সাহস পাওনা ।

ধিক ! তোমাদের এই কাপুরুষতাকে !

মনে রেখ , যদি সিংহের মত গর্জন দিয়ে এই উলংগ যাত্রাকে কবর দিতে আজি ময়দানে বেরিয়ে না আস , তাহলে সেই দিন বেশী দূরে নয়, যে দিন তোমাদের স্ত্রী বা মেয়েদেরকে হাত থেকে টেনে নিয়ে রাস্তার উপরেই ধর্ষণ করবে এই পশুরা । আর মৃত্যুর পরে তোমাদের ভাগ্যে জুটবে আল্লাহ্‌র ক্রোধের চরম শাস্তি ।

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228172
৩০ মে ২০১৪ রাত ১২:২৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ বেশ ভালো লাগলো
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
181709
জাকির হোসাইন আজামী লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ পড়ে উপলব্ধির জন্য ।
আল্লাহ্‌ আপনাকে ভাল রাখুন ।Good Luck
228458
৩০ মে ২০১৪ রাত ১০:৩৪
আফরা লিখেছেন : সময় নেই ঘরে বসে থাকার তারা তারি নেমে পড়েন ।
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
181712
জাকির হোসাইন আজামী লিখেছেন : আপনি ঘুমিয়ে থাকলে রক্ষা পাবেন, তা কিন্তু নয় ।
228472
৩০ মে ২০১৪ রাত ১০:৫৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমরা ঘুমাচ্ছি। Sleepy Sleepy Sleepy
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
181715
জাকির হোসাইন আজামী লিখেছেন : নাকে তেল দিয়ে ঘুমান ।টের পাবেন তখন যখন সাপ নাকের মধ্যে ঢুকে পড়বে ।
228559
৩১ মে ২০১৪ সকাল ০৮:৩৪
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
181716
জাকির হোসাইন আজামী লিখেছেন : আল্লাহ্‌ আপনাকে ভাল রাখুন ।
229707
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৭
181717
জাকির হোসাইন আজামী লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ পড়ে উপলব্ধির জন্য ।
আল্লাহ্‌ আপনাকে ভাল রাখুন ।Good Luck
234381
১৩ জুন ২০১৪ রাত ১২:৪০
মাটিরলাঠি লিখেছেন :
বড়ই জটিল, কঠিন অবস্থায় আছি আমরা।
235125
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
জাকির হোসাইন আজামী লিখেছেন : আল্লাহ্‌ আমাদেরকে এর থেকে বের হওয়ার রাস্তা বের করে দিন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File