সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত আযমীর শিবির বাহিনী
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ আগস্ট, ২০১৬, ০৮:৪৩:৩৬ রাত
কথায় বলে, সাপের বাচ্চা সাপ হয় এই কথা কেউ অস্বীকার করতে পারবেনা। গোলাম আজম দেশবিরোধী কাজে লিপ্ত ছিল এবং সেই কাজের সমর্থন দিয়ে ছিল তার ছেলে (আব্দুল্লাহিল আমান আযমী) এবং এখনও তাই করছে। মুক্তিযোদ্ধা রক্ত উনার শরীরে থাকার কথা না। কারণ, উনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না বা উনার গোষ্ঠিতেও কেহ মুক্তিযোদ্ধা ছিলনা। তাহলে তাঁর শরীরে মুক্তিবাহিনীর রক্ত কোথা থেকে আসবে? তার শরীরে মুক্তিবাহিনীর রক্তের লেশ মাত্র নেই। আব্দুল্লাহিল আমান আযমী সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে শিবিরকর্মী দিয়ে জঙ্গিবাহিনী গঠন করছেন। এরা হল সেই মানুষ, যাদের মধ্যে দেশ প্রেম নেই। এরা কখনই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। আব্দুল্লাহিল আমান আযমী দেশ এবং জাতির জন্য ব্যাপক হুমকি।
বিষয়: রাজনীতি
১৩০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে বাঘের বাচ্চাও খেঁকশিয়াল হয়না!!
জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন