ভালো আছি
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১০ আগস্ট, ২০১৬, ০৭:২৪:২০ সন্ধ্যা
চাকরীটা যায় যায়
তবুও থেকে যায়।
মাস শেষে টানাটানি
যতদূর টানা যায় আরো টানি
আরো টানি।
নিয়তির সাথে রোজ
চলে কানামাছি
তবুও জেনে রেখো ভালো আছি
ভালো আছি।
গরমে ভাপসা
যা দেখি ঝাপসা।
গলিপথ হেঁটে গিয়ে
ধরি বাস লাফ দিয়ে।
ঠেলেঠুলে ঝুলেঝুলে
চেপে থাকা হাঁচি
তবুও জেনে রেখো ভালো আছি
ভালো আছি।
ভালো আছি সুমনা
ছিলে তুমি দু'মনা।
ভেবেছিলে বর্ষায়
ছাতাহীন দিন যায়।
লালনীল শহরে
এখনও টিকে আছি
তবুও জেনে রেখো ভালো আছি
ভালো আছি।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখের পানি হয়ে যায় বাকরখানি
মন্তব্য করতে লগইন করুন