ভালো আছি

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১০ আগস্ট, ২০১৬, ০৭:২৪:২০ সন্ধ্যা

চাকরীটা যায় যায়

তবুও থেকে যায়।

মাস শেষে টানাটানি

যতদূর টানা যায় আরো টানি

আরো টানি।

নিয়তির সাথে রোজ

চলে কানামাছি

তবুও জেনে রেখো ভালো আছি

ভালো আছি।

গরমে ভাপসা

যা দেখি ঝাপসা।

গলিপথ হেঁটে গিয়ে

ধরি বাস লাফ দিয়ে।

ঠেলেঠুলে ঝুলেঝুলে

চেপে থাকা হাঁচি

তবুও জেনে রেখো ভালো আছি

ভালো আছি।


ভালো আছি সুমনা

ছিলে তুমি দু'মনা।

ভেবেছিলে বর্ষায়

ছাতাহীন দিন যায়।

লালনীল শহরে

এখনও টিকে আছি

তবুও জেনে রেখো ভালো আছি

ভালো আছি।

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376105
১০ আগস্ট ২০১৬ রাত ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখনও কেউ গুম করে নাই তাই ভাল আছি।
১১ আগস্ট ২০১৬ দুপুর ১২:৪৮
311910
অন্য চোখে লিখেছেন : আপনিকে নেতার ছেলে নাকি? নেতার ছেলেদের গুম করা হচ্ছে
376116
১১ আগস্ট ২০১৬ সকাল ০৮:০৫
কুয়েত থেকে লিখেছেন : মাস শেষে টানাটানি যতদূর টানা যায় আরো টানি ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ আগস্ট ২০১৬ দুপুর ১২:৪৯
311911
অন্য চোখে লিখেছেন : টানতে টানতে নাকের পানি
চোখের পানি হয়ে যায় বাকরখানি
১১ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৩০
311916
কুয়েত থেকে লিখেছেন : নাকের পানি চোখের পানি দিয়েকি হয়ে যায় বাকরখানি..?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File