দ্বিতীয় বাসর
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৩ আগস্ট, ২০১৬, ১২:০৩:৩৬ দুপুর
প্রিয়তমা! মনে পড়ে কি প্রথম রাতের কথা?
চুপিচুপি ফিসফিস বলেছি মোরা হৃদয়ের কথা।
সবকথা হয় নি সেদিন বলা
তোমার লাজরাঙ্গা মুখে ছিল জড়তা, কিছুটা হয়তো আমারও
গুছিয়ে বলতে পারি নি সব, না তুমি না আমি।
এরপর পেরিয়ে গেল কত দিন মাস বছর,
ফিরে আর আসেনি তো সেই রাত সেই বাসর।
জীবনের নিয়মে একসাথে থেকেছি
করেছি হাজারো রজনী পার,
না বলা কথাগুলি যে বলা হয় নি আর।
কত সুর কত গান কত মধুলগন এসেছে বারবার
আসে নি শুধু সেই রাত সেই বাসর।
শ্রান্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাঝরাতে
দুজনেই - তুমি আর আমি।
প্রিয়তমা! আবারও রচিব মোরা বাসর
কী বললে? ঢঙ! ভিমরিত!!
হাহাহা, সত্যি বলছি নয়তো ঢঙে
অনাগত জীবনের স্বপ্নগুলি সাজাবো নতুন রঙে।
দ্বিতীয় বাসর কোন গৃহে নয়, হবে সমুদ্র সৈকতে,
কোন অন্ধকার রজনী নয়, পূর্ণিমা রাতে।
নীল আকাশের মিটিমিটি তারা, পূর্ণিমার চাঁদ
আর সমুদ্রের ফেনীল শোঁ শোঁ ঢেউ,
তারাই মোদের সঙ্গী হবে শুধু
থাকবে না আর কেউ।
চান্নিপসর সেই রাতে
সৈকতে শতশত লাল গোলাপের শয্যা পেতে,
আমি শুনবো তুমি বলবে, আমি বলবো তুমি শুনবে।
আমি কাব্য লিখবো, গান লিখবো
সুর দিয়ে তুমি গাইবে।
গিনেস বুকে উঠবে না মোদের নাম,
পাপারাজ্জির দল ক্যামেরা নিয়ে ছুটবে না পিছু পিছু।
সত্যিটা জানবে শুধু তুমি আর আমি
আর সাক্ষী রবে নীল আকাশের তারা পূর্ণিমার চাঁদ,
আর সমুদ্রে গর্জনতোলা শোঁ শোঁ ঢেউ।
প্রিয়তমা! রোমান্সভরা সেই রাতি
আমরা রোমাঞ্চিত হবো শিহরণে শিহরণে
আমরা হবো সেদিন পৃথিবীর সেরা রোমান্টিক জুটি।
বিষয়: সাহিত্য
১৩৫৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বর্গ নেমে আসুক
দু'জন দু'জনাতে।
তো কোথায় - মরিশাস না মালদ্বীপ ?
তবে ভাল লাগল কবিতাটি।
অনেক ভালো লেগেছে।
মন্তব্য করতে লগইন করুন