রোমান্সভরা প্রতিটি দিন
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ১০ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৪:০৬ সকাল
গ্রীষ্মের তপ্ত রোদে যখন দুজনে
পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাবো তখন
বটতলার ঝিরঝিরে সিগ্ন বাতাসে বিশ্রাম নেব দু’দন্ড।
জীবনের ফেলে আসা স্মৃতিগুলির
অবগাহননে হারিয়ে যাবো।
স্বপ্ন আঁকবো ভবিষ্যতের,
দু’চোখে দেখবো রঙ্গিন স্বপ্ন।
তারপর আবার শুরু হবে পথচলা,
নতুন স্বপ্ন বুকে নিয়ে।
আষাঢ়ের প্রথম কদম ফুলটি এনে
চুপি চুপি গুঁজে দেব সযতনে,
তোমার খোঁপায়।
অভিমান ভুলে তুমি বেড়ালনীর মতো
আমার বুকে মুখ গুঁজে হাসবে,
ক্ষণিক পরেই আবেগে কাঁদবে,
ফুঁপিয়ে ফুঁপিয়ে।
শ্রাবণের ঝরঝর বাদলা দিনে
একঘেঁয়েমিতে বসে থাকা বিষন্ন মনে,
হঠাৎ খিচুড়ি ইলিশের পাগল করা ঘ্রাণে,
আমি ভুলে যাই শত অভিমান,
অভিযোগের ডালপালাগুলি আর বাড়ে না,
ভালোবাসায় কেটে যায় ক্ষণ।
শরতের কাশবনে ঘুরতে গিয়ে দুজনে
কবিতা লিখি তোমায় নিয়ে।
অকৃত্রিম প্রকৃতির ছোঁয়ায়
উচ্ছ্বাসে ভেসে চলি তুমি এবং আমি।
স্বপ্ন দেখি, স্বপ্ন আঁকি
হৃদয়পটে চলে উঁকিঝুঁকি,
ভবিষ্যতের স্বপ্নগুলোর।
হেমন্তবরণ যান্ত্রিক কোন শহরে নয়,
চলে যাবো শৈশবের সেই গাঁয়ে।
নতুন ধানে মায়ের হাতের পিঠাপুলিতে,
মাতৃস্নেহে বিগলিত হবো তুমি আমি দু’জনে।
পৌষের মাঝামাঝি মিষ্টি রোদে
খেজুরের গুড়ে চিতই পিঠা খেতে
আবারো যাবো শৈশবের গাঁয়ে।
রাতের মেঘমুক্ত জ্যোস্নার প্লাবনে
কবি হয়ে যাই তুমি আমি দুজনে।
নিদ্রাহীন কেটে যায় স্বপ্নময় রাত।
বসন্তে যখন পাখিরা গেয়ে উঠে
নতুন সুরে, নব উচ্ছ্বাসে,
ফুলে ফুলে বৃক্ষগুলি সাজবে
তরুণীর মতো, নববধূর বেশে।
আমরাও তখন হারিয়ে যাবো
নতুন প্রেমে নতুন করে নিজেদের মাঝে।
সেই প্রথম দিনগুলির মতো
নববধূ সেজে তুমি হাসবে লাজরাঙ্গা মুখে
নতুন বর হয়ে আমিও মেতে উঠবো নতুন প্রেমে।
বিষয়: সাহিত্য
১৪৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন