এ যাত্রায় বেচে গেলাম।
লিখেছেন লিখেছেন তায়িফ ১৯ আগস্ট, ২০১৬, ১২:৩৯:০৩ দুপুর
এ যাত্রায় বেচে গেলাম। তাদের আচরন দেখে মনে হচ্ছে অবৈধ জারজ সরকার আমাকে হাতে পেলে কয়বার যে ক্রসফায়ার করত তার ইয়ত্তা নেই। এভাবে আমাদের কলম বন্ধ করা যাবে না। জালিম সরকারের মুখোস খুলে দিতে আমার কলম যুদ্ধ চলতেই থাকবে। জন্ম যখন হয়েছে মরতে তো হবেই। অবৈধ বাল সরকারের কাছে আমরা হারব না। আমার মত একজন ব্লগার মেরে তোরা এ কলম যুদ্ধ বন্ধ করতে পারবে না। আমার থেকে আরো শক্তিশালী ব্লগার জন্ম নেমে তোদের বুকে কাপন ধরানোর জন্য । যারা বিভীন্ন ভাবে আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। তোদের পতন হওয়ার আগ পর্যন্ত আমি বেচে থাকব ইনশাআল্লাহ ।
আমাকে ফেসবুকে লাইক দিতে এখানে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী
আর যাই করেন ; হাসুবু , বঙ্গবন্ধু তথা স্বাধীনতা নিয়ে কাভ ঝাব কইরেন না ।
মন্তব্য করতে লগইন করুন