উড়ে যাচ্ছে স্বর্গীয় পাখীরা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ মে, ২০১৬, ০৪:০৪:০২ রাত



একে একে উড়ে যাচ্ছে স্বর্গীয় পাখীরা

পাখিহারা যাতনা কেমনে সয় সাথীরা।

হ্রদয়ে এত জ্বালা আর সয় না।।

'

খোদার বিধান পৃথিবীতে কায়েম করতে

প্রাণপণ লড়ে, প্রয়োজনে পারে মরতে।

তবুও বাতিলের কাছে নত হয়না ।।



খোদার স্বর্গীয় নিয়ামত স্মরণ করে

হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে

তবুও বাতিলের কাছে নত হয়না।।



এমন মৃত্যু স্বর্গীয় পাখিরাই চায়

তাগুতের আনন্দ দেখে বলি হায় !

পরকাল কেন তাদের স্মরণ হয়না।।



স্বর্গীয় পাখিদের আর তুলে নিওনা

খোদা,জালিমদের আবকাশ দিওনা।

এবার ধরো ওদের। এত জ্বালা সয় না।।

10.05.2016

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368679
১১ মে ২০১৬ রাত ০৪:০৭
আকবার১ লিখেছেন : চমৎকার।
368680
১১ মে ২০১৬ রাত ০৪:০৯
তায়িফ লিখেছেন : Rose Rose Rose Rose
368681
১১ মে ২০১৬ সকাল ০৫:৩৯
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ভালো লাগলো
368686
১১ মে ২০১৬ সকাল ০৮:৩৬
হতভাগা লিখেছেন : ৭১ এ জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছিল । স্বধর্মীদের হত্যা করতে সাহায্য করেছিল । উনাদের উচিত ছিল ৭১ এর পর পরই পাকিস্তানে চলে যাওয়া । গত ৩৫ বছরে কি সেই সুযোগ আসে নি ?

বাংলার মাটিতে তো ঠিকই নিজামীদের ঠাঁই হল । এরা যেহেতু পাকিস্তানের জন্য কাজ করেছিল আর পাকিস্তান এখনও এদের জন্য হাহাকার করে , তাই এদের লাশ পাকিস্তান হাই কমিশনে পাঠিয়ে দেওয়া উচিত । ওরাই এর যা যা করার করবে ।

যাদের যাদের এরা হত্যা করেছিল পরকালে বিচারের সময় তারা ও তাদের ওয়ারিশেরা কি এদেরকে মাফ করে দেবে ?
368688
১১ মে ২০১৬ সকাল ০৯:১৯
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
368699
১১ মে ২০১৬ সকাল ১১:২১
বিবেক নাই লিখেছেন : "হে প্রশান্ত আত্মা! চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি (নিজের শুভ পরিণতিতে) সন্তুষ্ট (এবং তোমার রবের) প্রিয়পাত্র। শামিল হয়ে যাও আমার (নেক) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে।"
------ সূরা ফাজর : ২৭-৩০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File