হে আল্লাহ আমায় দিও বিনয়ী চরিত্র..! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১৩:২১ রাত

হে আল্লাহ আমায় দিও বিনয়ী চরিত্র..!

Rose

আল্লাহ আমার বক্ষে

তোমার রহমত দাও আরো,

দুনিয়ার দুঃখ যাতনা সইবার মত

আমার হূদয়টাকে গড়ো।

Rose

দুনিয়াতো নয় বিলাসিতায়

ভোগের ভূরিভোজ,

ত্যাগের মানসিকতা দিয়ে

দিও আমার মনটাকে বুঝ।

Rose

আমার আছে বলে দম্ভ দিওনা

হে আল্লাহ আমায় দিও বিনয়ী চরিত্র,

আমার দুনিয়াবী অর্জন গুলো যেনো

রাখতে পারি তোমার চোখে পবিত্র।

Sad

লোক দেখানো কাজ থাকে

বাঁচিয়ে রাখো আমায়,

আমার কাজ গুলো যেনো

তোমার কাছে মূল্যায়ন পায়।

Sad

তোমার কাছে কাজের মূল্য চাই

পাপ গুলোর চাই ক্ষমা,

ছোট্ট পাপ, বড় পাপ, জানা পাপ,

অজানা পাপ, রেখোনা আর জমা।

Sad

তোমার তরে সিজদাায় পড়ে

পাপ গুলো আজ স্বরন করি!

পাপ গুলো সামনে রেখে

লজ্জায় আমি বারবার মরি!

Rose

এই লজ্জার দির্ঘ্যায়ু প্রয়োজন

শেষ নিঃশ্বাস পর্যন্ত রেখো চলবান,

তোমার তরে কাজে লাগানোর

তাওফীক দিও, আমার যত জ্ঞান।

বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384035
২১ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:৩১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিন!
মহান রব আপনার মনের ভাসলা পুর্ণ করুক!
২২ সেপ্টেম্বর ২০১৭ রাত ০১:০৮
316852
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।
384070
২৭ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৭:৪৩
Ruman লিখেছেন : আমিন
০৩ অক্টোবর ২০১৭ বিকাল ০৫:০২
316887
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File