হে আল্লাহ আমায় দিও বিনয়ী চরিত্র..! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১৩:২১ রাত
হে আল্লাহ আমায় দিও বিনয়ী চরিত্র..!
আল্লাহ আমার বক্ষে
তোমার রহমত দাও আরো,
দুনিয়ার দুঃখ যাতনা সইবার মত
আমার হূদয়টাকে গড়ো।
দুনিয়াতো নয় বিলাসিতায়
ভোগের ভূরিভোজ,
ত্যাগের মানসিকতা দিয়ে
দিও আমার মনটাকে বুঝ।
আমার আছে বলে দম্ভ দিওনা
হে আল্লাহ আমায় দিও বিনয়ী চরিত্র,
আমার দুনিয়াবী অর্জন গুলো যেনো
রাখতে পারি তোমার চোখে পবিত্র।
লোক দেখানো কাজ থাকে
বাঁচিয়ে রাখো আমায়,
আমার কাজ গুলো যেনো
তোমার কাছে মূল্যায়ন পায়।
তোমার কাছে কাজের মূল্য চাই
পাপ গুলোর চাই ক্ষমা,
ছোট্ট পাপ, বড় পাপ, জানা পাপ,
অজানা পাপ, রেখোনা আর জমা।
তোমার তরে সিজদাায় পড়ে
পাপ গুলো আজ স্বরন করি!
পাপ গুলো সামনে রেখে
লজ্জায় আমি বারবার মরি!
এই লজ্জার দির্ঘ্যায়ু প্রয়োজন
শেষ নিঃশ্বাস পর্যন্ত রেখো চলবান,
তোমার তরে কাজে লাগানোর
তাওফীক দিও, আমার যত জ্ঞান।
বিষয়: বিবিধ
৮৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রব আপনার মনের ভাসলা পুর্ণ করুক!
মন্তব্য করতে লগইন করুন