লন্ডন থেকে প্রকাশিত আন্তর্জাতিক বাংলা 'মাসিক যাইতূনের' জন্যে লেখা আহবান
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৫ এপ্রিল, ২০১৫, ০২:৩৬:৪৫ রাত
মাসিক যাইতূনের আসছে সংখ্যা হবে রমজান ও ঈদ সংখ্যা, ইনশাআল্লাহ। তাই, রমজান, ঈদ বা অন্য যে কোন বিষয়ের ওপর আপনাদের সুন্দর সুন্দর লেখা পাঠিয়ে দিন এই ইমেইলে . গল্প, ছড়া, কবিতা, কৌতুক, রান্না-বান্না, প্রবন্ধ সব কিছুই।
তবে, তা হতে হবে সহজ, সুন্দর ও ইতিবাচক। কারণ যাইতূন- 'সুন্দর কথা' সহজে বলে।
মে মাসের ৮ তারিখের মধ্যেই রমজান ও ঈদ সংখ্যার জন্যে লেখা জমা দিতে হবে।
অবশ্য বছরের যে কোন সময় আপনার যে কোন লেখা দিতে পারেন।
আপনি যদি এই আহবানটা আপনার পাতায় বা ইমেইলে বন্ধুদের সাথে শেয়ার করেন সেটাও অনেক উপকার করবে, ইনশাআল্লাহ।
বিষয়: সাহিত্য
১৬২৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার দিন, দয়া করে।
fb.com/musabinmostafa
মন্তব্য করতে লগইন করুন