লন্ডন থেকে প্রকাশিত আন্তর্জাতিক বাংলা 'মাসিক যাইতূনের' জন্যে লেখা আহবান

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২৫ এপ্রিল, ২০১৫, ০২:৩৬:৪৫ রাত

মাসিক যাইতূনের আসছে সংখ্যা হবে রমজান ও ঈদ সংখ্যা, ইনশাআল্লাহ। তাই, রমজান, ঈদ বা অন্য যে কোন বিষয়ের ওপর আপনাদের সুন্দর সুন্দর লেখা পাঠিয়ে দিন এই ইমেইলে . গল্প, ছড়া, কবিতা, কৌতুক, রান্না-বান্না, প্রবন্ধ সব কিছুই।

তবে, তা হতে হবে সহজ, সুন্দর ও ইতিবাচক। কারণ যাইতূন- 'সুন্দর কথা' সহজে বলে।

মে মাসের ৮ তারিখের মধ্যেই রমজান ও ঈদ সংখ্যার জন্যে লেখা জমা দিতে হবে।

অবশ্য বছরের যে কোন সময় আপনার যে কোন লেখা দিতে পারেন।

আপনি যদি এই আহবানটা আপনার পাতায় বা ইমেইলে বন্ধুদের সাথে শেয়ার করেন সেটাও অনেক উপকার করবে, ইনশাআল্লাহ।

বিষয়: সাহিত্য

১৬১০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316753
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এর আগে পাঠিয়ে ছিলাম!! কিন্তু মনোনিত বা অমনোনিত কোন খবরই পাইনি!!
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩২
257914
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, আপনারটা মনোনিত হয়ে আছে সেকথা মনে হয় ফেইসবুকে একবার জানানো হয়েছিলো। আসলে, আমাদের লোকবলের অভাবে কাজ কিছুটা অগোছালো আছে।
আবার দিন, দয়া করে।
316778
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাসিক যয়তুনের জন্য শুভ কামনা । এটি কি কাগুজে পত্রিকা ? নাকি অনলাইন পত্রেকা ?
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৩
257915
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : বাহারভাই, দুটোই। তবে, কাগুজের ওপর জোর দিচ্ছি বেশী।
316786
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৭
দ্য স্লেভ লিখেছেন : আস সালামুআলাইকুম...ভাই আমাকে নিয়োগ দেন...আমেরিকা ছেড়ে দেব Happy পেটে ভাতে হলেই চলবে....HappyHappy আপনার পত্রিকার জন্যে শুভ কামনা রইলো...
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৩
257942
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম, চলে আসেন। অনেক শুকরিয়া।
316801
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জ্বি ভাইয়া চেষ্টায় আছি। অন্যজন থেকেও অনুরোধ পেয়েছি। ধন্যবাদ।
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৯
258144
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম, জ্বি, আল্লাহ আপনার চেষ্টা কবুল করুন
316802
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫২
মুসা বিন মোস্তফা লিখেছেন : এ পর্যন্ত মাত্র একটা সংখ্যা মেবী Surprised
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪০
258145
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আমাদের ইমেইলে আপনার যোগাযোগ ঠিকানাটা পাঠিয়ে দিবেন, প্লিজ।
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫২
258252
মুসা বিন মোস্তফা লিখেছেন : ইমেইল খুজতে সময় লাগবে । আমার মেইল
fb.com/musabinmostafa
316817
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৫০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার আন্তরিক উদাত্ত আহ্বানে ভালো ভালো লেখক ব্লগারগণ সাধ্যমত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন এই প্রত্যাশা আমারও। আমি কিন্তু আপনার ইমেইল পেয়েছি এবং যথাসাধ্য চেষ্টা করছি ভাইয়া। জাজাকাল্লাহু খাইর।
২৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪০
258146
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনাকেও। আপনাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।
331655
২৬ জুলাই ২০১৫ সকাল ১১:৫৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পরবর্তী সংখ্যা কখন প্রকাশিত হবে? ঈদ সংখ্যার তো সুযোগ হাতছাড়া হয়ে গেলো। চেষ্টা করে দেখবো পরবর্তী সংখ্যাগুলোতে কোন গ্যাঞ্জাম লাগাতে পারি কিনা!
342973
২২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ওয়েব এড্রেসটা দিলে আমরা্ও পড়তে পারতাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File