হুজুররা বেশী বিয়ে করে কেন?

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৫ নভেম্বর, ২০১৫, ০৫:২৬:০১ বিকাল

আমার একদর্শক-শ্রোতা বোন প্রশ্ন করেছেন- আচ্ছা ভাই, বলুন তো, হুজুররা বেশী বিয়ে করেন কেন?

আমি বললাম- তা তো জানি না। কারণ, যদি মনে করেন আমি একজন হুজুর, তাহলে জেনে রাখুন- আমার একটা বউ এবং এর বেশী এখনো নিয়ত নেই। এবং আমার আশে পাশে যত হুজুর দেখি তাদেরও তো একটা বউ। আপনি কোথায় পেলেন হুজুরদের বেশী বউ?

উনি বললেন- ঐ যে আরব দেশে দেখা যায়। আমি বললাম- আরব হলেই কি সবাই হুজুর হয়ে যায়? আরবদের মধ্যে টুপি পরা বহু লোক আছেন যাদেরকে দেখতে বিরাট হুজুর মনে হয় কিন্তু তারা আসলে হুজুর নন; সাধারণ শিক্ষিত। টুপি-রুমাল পরা তাদের জাতীয় সংস্কৃতি।

আর বিয়ে করলেও তারা তা হালাল উপায়ে ঘোষনা দিয়েই করেন। গোপনে গোপনে চুরি করে তো আর খান না। হুজুররা 'ফাউ', 'ফালতু' বা গোপনে খেতে চান না তাই তারা প্রকাশ্যে ঘোষনা দিয়ে হালাল করে বৈধভাবেই খান এবং পয়সা খরচ করেন। এরা সাহসী ও সৎ।

বহু লোক আছেন যারা চুরি করে অনেক কিছু করেন, তাদের নিয়ে তো প্রশ্ন কর না !!

তাহলে রাসুলুল্লাহ (স) এতো বিয়ে করেছিলেন কেন?

আমি বললাম- দেখুন, রাসূলুল্লাহ (স) এর বউরা কেউ এতে আপত্তি করেন নি। বরং রাসূলের (স) বউ হওয়ার জন্যে আরো অনেক মহিলা আগ্রহী ছিলেন। যেখানে তাঁর সকল স্ত্রী তাঁর প্রতি খুশী ছিলেন, ১৪০০ পর এসে তাঁর স্ত্রীদের পক্ষ নিয়ে এমন দরদের প্রশ্নটা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রনোদিত। তবে, বুঝার জন্যে হলে ভাল। আরো জানলে দেখবেন, তার প্রতিটা বিয়ের পেছনে কারণ ছিলো এবং সবগুলোই ছিলো সফল ও সুখী বিয়ে।

তিনি বললেন- আসলেই তো তাই। আগে এভাবে চিন্তা করিনি তো।

আমি বললাম- চিন্তা করিয়া মন্তব্য করিবেন। অযৌক্তিক মন্তব্য করিলে নিজের ওজন কমিয়া যায়।

---- আগের লেখা ছিলোঃ ১৪৩৭-ইসলামী নববর্ষ হাসবেন? না কাদবেন? না কি অন্য কিছু?

বিষয়: সাহিত্য

৬৯০১ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348572
০৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর পোষ্ট! হুজুরেরা অনর্থক আ্ক্রমনের শিকার হন। আপনার উপরের কথাগুলো সে গুলোর একটি। সিনেমাতে হুজুরদের যতটা খারাপভাবে চিত্রিত করা হয়, তার সাথে বাস্তবের কোন মিল নাই। অনেক ধন্যবাদ
০৫ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৫২
289338
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কারণ হুজুররাও চুপ থাকেন। তারা অনেক ধৈর্য্য ধরেন। টিপু ভাই, শুকরিয়া।
348574
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বিষয়ে সৈয়দ মুজতবা অালির উক্তিটা আমি প্রয়োগ করে থাকি। "মুসলিম হলে চারটি সর্বোচ্চ আর হিন্দু হলে কথাই নাই বাড়ুজ্যের ছয়শ, চাটুজ্যের তিনশ,বেচারা গাঙ্গুলির মাত্র আশি!! তবে আমাদের(উপমহাদেশিয় বুঝিয়েছিলেন) হিসাব নেবার আগে একটা কথা বলেন তো, আইনত একটার বেশি বিয়ে করতে পারেন না কিন্তু শপথ করে বলেনতো বিয়ের আগে পরে কারো সাথে ইয়ে টিয়ে কিছু করেন নি!!"
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
289344
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সেটাই কথা!
348575
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
সামছুল করিম লিখেছেন : "গোপনে গোপনে চুরি করে তো আর খান না। হুজুররা 'ফাউ', 'ফালতু' বা গোপনে খেতে চান না তাই তারা প্রকাশ্যে ঘোষনা দিয়ে হালাল করে বৈধভাবেই খান ....।" - বউ যে খাওয়া যায় তা জানা ছিলনা.... : Tongue Tongue Tongue Tongue
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
289345
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : দূর, আপনি তো দেখি সাহিত্য রস বলতে সব ভুলে গেছেন।
আর বিয়ে করেছেন বলেও মনে হয় না।
348578
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
গেঁও বাংলাদেশী লিখেছেন : সব মাছেই গু খায় দোষ কেবল মাগুর মাছের।
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
289349
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : দারুণ কথা। ক'জনে এই সত্য কথা বলে বা মানে? আপনারা আছেন বলেই আমাদের আশা। বেচে থাকুন অনেক কাল।
348587
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : প্রচলিত কিছু নিন্দা বা কূৎসা মানুষে রটায় আর অন্যেরা নাবুঝেই বিশ্বাস করে৷এটাও ঠিক দু এক জনের দোষ সবার ঘাড়ে চাপানো হয়৷ ধন্যবাদ৷
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
289350
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শেখের পোলা না, শেখের বাবার মত কথাটা বলেছেন।
348610
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
হতভাগা লিখেছেন : সামর্থ্য থাকলে ৪ টা পর্যন্ত বিয়ে করার কথা বলা আছে পবিত্র ক্বুরআনে

সেটা হুজুরও হতে পারে বা কোন ব্যবসায়ীও হতে পারে।
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:০০
289360
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : বড় সুন্দর কথা জুড়ে দিলেন।
এরপর প্রশ্ন করবেন- পুরুষরা কেন চারটে বিয়ে আর মেয়েরা কেন একটা বিয়ে?
পরের ব্লগে লিখলে কেমন হয়?
348627
০৫ নভেম্বর ২০১৫ রাত ১০:১১
রফিক ফয়েজী লিখেছেন : পারলেতো করবেই না পারলে করবে কী করে? হুজুর হউক আর যে ই হউক। চারটা করার যেহেতু অনুমতি আছে।ধন্যবাদ।
০৫ নভেম্বর ২০১৫ রাত ১০:১৩
289372
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : হুজুর হউক আর যেই হউক
348632
০৫ নভেম্বর ২০১৫ রাত ১০:৫১
অপি বাইদান লিখেছেন : একসাথে চার বিয়ে করা কোরাণের আইন। তাই তো নবী মোহাম্মদ ডজন/ডজন শাদী করেছেন। নৈতিকতার এই সুমহান নিদর্শন মুমিনের আল্লাে ছাড়া আর কে দিতে পারে, বলুন??
০৫ নভেম্বর ২০১৫ রাত ১১:০২
289377
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : জ্বি করেছেন। তাতে আপনার সমস্যা কি? উনি কি আপনার কোন ক্ষতি করেছেন?
০৫ নভেম্বর ২০১৫ রাত ১১:১৩
289380
অপি বাইদান লিখেছেন : না, ক্ষতি করেন্নি! উনি করেছেন বলেই তো বহুবিয়ে, তিন তালাক, মুতা, হিল্লা, নাবালিকা, পুত্রবধু সহবত....... এখনো সমাজে প্রচলিত।
০৬ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
289415
ছালসাবিল লিখেছেন : Love Struck ডাররিং Love Struck চলো হাঁত ধোরে স্টেমার্টিনে যাই Love Struck বিয়ের কোন দরকার নেই Love Struck রাজজজি Love Struck Love Struck
০৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:০৬
289526
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : এক শ্রেণীর দালাল আগে পিছে না বুঝেই ইসলামের বিরোধিতায় নেমে পড়ে। বাংলায় ২/১ বই পড়েই মনে করে যে, ইসলাম সম্পূর্ণ জানা হয়ে গেছে।
ঐ মিয়া, কুরআনে ৪ বিয়ের কথা কোথায় লেখা আছে? তার আগে পিছে আর কিছু আছে কি? মাঝখান থেকে অপ্রাসঙ্গিকভাবে একটা বক্তব্য নিয়ে এত সমালোচনার কি আছে? আগে পুুরো ঘটনা জানুন, বুঝুন তারপর মন্তব্য করুন।
348633
০৫ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৮
সালসাবীল_২৫০০ লিখেছেন : আরেকটা কখা আছে, হুজুরদের নাকি পোলাপান বেশি হয়, তার কারন কি?
০৫ নভেম্বর ২০১৫ রাত ১১:০২
289378
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : হ্যা, এটা একটা ভালো প্রশ্ন। উত্তর দিতে হবে। কি বলেন?
১০
348681
০৬ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৮
ছালসাবিল লিখেছেন : আর একটা প্রশ্ন Day Dreaming: হুজুরদের সংসার সুখী হয় এর কারণ কি? Love Struck Day Dreaming
০৬ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৩
289419
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : এটাও একটা মূল্যবান প্রশ্ন। হুম, লেখা দরকার। আপনি লিখে ফেলেন।
০৮ নভেম্বর ২০১৫ সকাল ০৯:০০
289577
ছালসাবিল লিখেছেন : It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me! Sad
১১
348724
০৭ নভেম্বর ২০১৫ রাত ১২:৪৭
সত্যলিখন লিখেছেন :
১২
348770
০৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
আর বিয়ে করলেও তারা তা হালাল উপায়ে ঘোষনা দিয়েই করেন। গোপনে গোপনে চুরি করে তো আর খান না। হুজুররা 'ফাউ', 'ফালতু' বা গোপনে খেতে চান না তাই তারা প্রকাশ্যে ঘোষনা দিয়ে হালাল করে বৈধভাবেই খান এবং পয়সা খরচ করেন। এরা সাহসী ও সৎ।

-অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে...
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
289720
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১৩
348792
০৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যার হেডাম আছে হেতে চারটা বিয়ে করতে পারে। হয়তো কুনো ‍কুনো হুজুরদের হেডাম আছে চারটা বিয়ে করার তাই দু’চারটা বিয়ে করা তার জন্য পান্তা ভাত! মাগার যাগোর হেডাম নেই একটা বিয়ে করারও তারাই হুজুরগো হেডামের কাছে হার মেনে গ্যাঞ্জাম লাগানোর খামোখা ব্যার্থ চেষ্টা করে।
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
289721
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy গ্যাঞ্জাম লাগানোর খামোখা ব্যার্থ চেষ্টা করে।
১৪
348810
০৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১১
নকীব কম্পিউটার লিখেছেন : যাদের মুরোদ আছে সব দিক দিয়ে। তারা ৪টা বিয়ে করলে সমস্যা কি? আর যারা একটারেই তৃপ্তি দিতে পারে না। এরার কথা কইয়া লাভ নাই। এরার বউয়েরা অন্য লাং খুজবে।
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
289722
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy
১৫
349452
১২ নভেম্বর ২০১৫ রাত ০১:১৬
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
অধুনা সময়ে এ বিষয়ে যা কিছু লিখা ও বক্তব্য পাওয়া যায় - তার সবই - লিটারেলী এমন একটা ডিফেন্সিভ এ্যাংগেল থেকে দেওয়া হয় কিংবা হয়েছে যে -

আমাদের মত সাধারন মানুষদের মনে ও মননে এটাই স্টাবলিশ হয়েছে যেঃ

১। একের অধিক বিয়ে করা বুঝিবা একটা অপরাধ, একটা সেইম, একটা অসামাজিক এ্যাক্ট।
২। একের অধিক বিয়ে করা বুঝিবা বউয়ের প্রতি কিংবা মেয়ে জাতির প্রতি অবিচার।
৩। হুজুররা নিজের একটা বিয়ের কথা এমনভাবে প্রকাশ করে যে তিনি সে লজ্জা, সে অপরাধের একজন নন।

বরং আমার মনে হয় সময় হয়েছে - বিষয়টিকে অন্য এ্যাংগেল থেকে প্রচার করার। আশা করি এ বিষয়ে আলেম ওলামারা এক বিকালে চায়ের কাপে একটু আলাপ আলোচনা করবেন।

১। একের অধিক বিয়ে করা পৃথিবীর সেরা মানুষগুলোর সুন্নাহ, নবীদের সুন্নাহ, সাহাবা দের জন্য সুন্নাহ এবং আমার ও আপনার জন্য ও সুন্নাহ, উপকারি, দায়িত্ব। সামর্থ্য থাকলে একের অধিক বিয়ে করুন - কিন্তু এক্সট্রা ম্যারিটাল এক্সারসাইজে যাবেন না।

২। একের অধিক সতীন (সাহিত্য শব্দটাকে নেগেটিভ বানিয়ে ফেলেছে, পারলে এর জন্য একটা যথার্থ প্রতিশব্দ আমাদেরকে জানান) পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা ও মনীষীদের সংগী, সহযোগী। সো মহিলাদের উচিত তাদের সামর্থ্যবান স্বামীর কাছে 'কাজের মেয়ে' ওয়াশিং মেশিন, কুক, ন্যানী ইত্যাদির জন্য বায়না না ধরে, সতীনের জন্য বায়না ধরুন।

৩। ভাইদের জন্য মাল্টি বৌ আর বোনদের জন্য সতীন মূলতঃ পরিবারের জন্য আশীর্বাদ স্বরূপ, বারাকাহ স্বরূপ। আজকের ভেজাল খাবার দাবার, সামাজিক ও রাষ্ট্রীয় স্ট্রেস সমূহ ইত্যাদি - সব কিছু মিলেই - ইসলাম অনুযায়ী একজন স্বামীর প্রাপ্য দেওয়া, স্বামীকে সন্তুষ্ট রাখা একজন বোনের জন্য প্রায় অসম্ভব, কষ্টকর। একের অধিক বউ নিশ্চিত করা - মানে সে দায়িত্ব ও কষ্ট শেয়ার করা। নিজের দুনিয়াবী ও আখেরাতে প্রাপ্তি বাড়ানো বই অন্য কিছুই নয়। অন্যদিকে সংসারের কাজের বাহিরে, আড্ডা দেওয়া, বাচ্ছা কাচ্চা দেখা শোনা করা, নিজের নিজের বাবামা, ভাইবোনদের কে দেখতে যাওয়া, বেড়াতে যাওয়া, পড়ালিখা ইবাদাত বন্দেগী করা - ইত্যাদি অধিকতর সহজ হয় - যদি আমরা একের অধিক বোন একজন স্বামীর বাড়িতে থাকি।

আশা করি আপনার লিখার বিপরীত হয়ে যাওয়ায় মাইন্ড করবেন না।
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:০৫
290127
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম,
আপনি আমার বিপক্ষেও বলেন নি। আমার এই ক্ষুদ্র সংলাপে দুইটা বিষয় এসেছেঃ
১- এখনকার বাস্তবতা ও
২- ইতিহাসের বাস্তবতা

দেখুন, রাসূলুল্লাহ (স) এর বউরা কেউ এতে আপত্তি করেন নি। বরং রাসূলের (স) বউ হওয়ার জন্যে আরো অনেক মহিলা আগ্রহী ছিলেন। যেখানে তাঁর সকল স্ত্রী তাঁর প্রতি খুশী ছিলেন, ১৪০০ পর এসে তাঁর স্ত্রীদের পক্ষ নিয়ে এমন দরদের প্রশ্নটা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রনোদিত। তবে, বুঝার জন্যে হলে ভাল। আরো জানলে দেখবেন, তার প্রতিটা বিয়ের পেছনে কারণ ছিলো এবং সবগুলোই ছিলো সফল ও সুখী বিয়ে।
১৬
349587
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০১
দ্য স্লেভ লিখেছেন : হুজুরদের মনে প্রশান্তি থাকে,এমনকি গরিব হওয়া সত্ত্বেও বেশ হাসিখুশী থাকে। এদের ব্যাটিং লাইনও ভালো....দীর্ঘদিন সুস্থ্যই থাকে,,,,বৌ এক ব একাধিক যাই হোক না কেন,এরা সন্তান উৎপাদনে বেশ এগিয়ে....
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৩৯
290160
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সুন্দর, তবে, শব্দচয়নে হাসি লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File