কট্টর নাস্তিক পিয়াল ভাইয়ের সাথে আড্ডা... (পর্ব-১)
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ০৫ নভেম্বর, ২০১৫, ০৬:২২:৪৬ সন্ধ্যা
আজ আবারও কট্টর নাস্তিক পিয়াল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল! তবে আজ উনি একা নন, সাথে এক হিন্দু দিদিকে নিয়ে এসেছেন (নাম অদিতি, সম্ভবত উনার গার্লফ্রেন্ড!)। মনে মনে ভাবলাম- ভালই হল, আড্ডাটা বেশ জমবে মনে হচ্ছে!
তো কথাবার্তার একপর্যায়ে পিয়াল ভাই রসিকতা করে বললেন-
"জাওয়াদ, তোরা তো গরু বাদ দিয়ে অন্য পশু দিয়েও কুরবানীর কাজটা সারতে পারিস! অদিতিরা যেহেতু গরুকে মা হিসেবে মান্য করে, কি দরকার ওদের মনে কষ্ট দেয়ার? তোরা বরং ছাগল, ভেড়া, উট, দুম্বা কুরবানি দে! এতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না! কুরবানীও কবুল হবে, আবার হিন্দু-মুসলিম সম্প্রীতিও জোরালো হবে।"
আমি: "তা পিয়াল ভাই, সম্প্রীতি রক্ষার দায়টা শুধু আমাদের উপর চাপিয়ে দিলে কি চলবে? সম্প্রীতির স্বার্থে দিদিকেও দূর্গা পূজা থেকে বিরত থাকতে বলুন না! মূর্তিপূজা করলে মুসলিমরাও তো মনে আঘাত পায়। তাছাড়া দিদিদের ধর্মগ্রন্থেও আছে- ভগবানের কোন প্রতিমূর্তি নেই!"
অদিতি নামক ঐ দিদিটা তখন বললেন-
"আচ্ছা সম্প্রীতির কথা নাহয় বাদই দিলাম ভাই। এভাবে চিন্তা করে দেখুন- আমরা মায়ের দুধ খাই, আবার আমরা গরুর দুধই খাই। তাহলে গরু আর মা কি সমান হল না? সেই মা কে হত্যা করা কি ন্যায়সঙ্গত আপনিই বলুন?"
আমি: "কিন্তু গরু তো আপনার আমার জন্য দুধ দেয় না দিদি! গরু দুধ দেয় তার বাচ্চার জন্য, আমরা তো সেটা ছিনতাই করি মাত্র! শুধু যে গরুর কাছ থেকে আমরা ছিনতাই করি তাও না! আমরা মুরগীর কাছ থেকে ডিম ছিনতাই করি, ঝিনুকের পেট চিরে মুক্তা ছিনতাই করি, ছাগল/ভেড়ার দুধও ছিনতাই করি। তাহলে কি এসব প্রাণীকেও দেবতা বলবেন? এগুলোর কথা নাহয় বাদই দিলাম। আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অক্সিজেন, যা আমরা পাই গাছ থেকে। সামান্য দুধ দেয়ার কারনে গরু যদি মা হয়ে যায়, তাহলে অক্সিজেন দেয়ার কারনে গাছকে তো ভগবান মান্য করা উচিৎ আপনাদের! ভারতে গো-হত্যা নিষিদ্ধ হল, কিন্তু গাছ কাটা নিষিদ্ধ হল না কেন বুঝতে পারছি না।"
অদিতি দিদি: "আমাদের ধর্মে গো হত্যা নিষিদ্ধ, গাছের ব্যাপারে কিছু বলা নেই...."
আমি: "আপনাদের কোন ধর্মগ্রন্থে গরু হত্যা নিষিদ্ধ করা হয়েছে- আমাকে একটু দেখাবেন কষ্ট করে?"
অদিতি দিদি: "দেখুন ভাই, হাজার হাজার বছর ধরে আমরা এমনটাই বিশ্বাস করে আসছি, আমাদের পূর্বপুরুষরাও গরুকে দেবতা জ্ঞান করে পূজা করেছেন। আমরাও তাই করছি..."
আমি: "দিদি, আপনারা যে আপনাদের পূর্বপুরুষদেরকে অনুসরন করবেন তা আমি জানি, আল্লাহ নিজেই সেই ভবিষ্যদ্বানী করেছেন। কুরআনে আল্লাহ বলেন- 'আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য কর যা আল্লাহ তাআলা নাযিল করেছেন, তখন তারা বলে কখনো না, আমরা তো সে বিষয়েরই অনুসরন করব যাতে আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখেছি। যদিও তাদের বাপ-দাদারা কিছুই জানতো না, জানতো না সরল পথও। বস্তুতঃ এহেন কাফেরদের অবস্থা এমন যেন কেউ এমন কোন জীবকে আহবান করছে যা কোন কিছুই শোনে না, হাক-ডাক ও চিৎকার ছাড়া বধির, মুক এবং অন্ধ। সুতরাং তারা কিছুই বোঝে না।' বাকারা-১৭০-১৭১)"
(সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত, যার লিংক- এখানে )
বিষয়: বিবিধ
২৭৯১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
এত কিছুর পরও মুমিনের আল্লা ভারতকে নমরুদ-ফেরাউনের মত পানিতে ডুবিয়ে মারতে পারে না তাই নিয়ে ভাবছি।
আল কোরাণে দাসী ধর্ষনকে এত ভাবে বৈধতা দেয়ার পরও সভ্য দুনিয়ায় এটি নিষিদ্ধ।
এত কিছুর পরও মুমিনের আল্লা ভারতকে নমরুদ-ফেরাউনের মত পানিতে ডুবিয়ে মারতে পারে না তাই নিয়ে ভাবছি।
মন্তব্য করতে লগইন করুন