কট্টর নাস্তিক পিয়াল ভাইয়ের সাথে আড্ডা (পর্ব-২)
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১২ নভেম্বর, ২০১৫, ০৫:৫৬:৫৬ বিকাল
পিয়াল ভাই কট্টর সেক্যুলার। তাই তিনি সবসময় সুযোগ খুজেন আমাকে কথা দিয়ে ঘায়েল করার! কিছুদিন আগে আমাকে বললেন-
★জাওয়াদ! সরকার তো বাল্যবিয়ে বন্ধ করার জন্য কোমর বেধে নেমেছে। তোমাদের ইসলামে অবশ্য বাল্যবিয়ের বৈধতা আছে! তা তুমি কি বাল্যবিয়ের পক্ষে নাকি বিপক্ষে?
আমি বললাম- যদি ছেলে-মেয়ে দুজনেই রাজী থাকে তাহলে আমি বিরোধীতা করার কে? আমি অবশ্যই পক্ষে। তবে যদি বর অথবা কনের যে কোন একজনের আপত্তি থাকে তাহলে সেটা বাল্যবিয়ে হোক আর বয়স্ক বিয়েই হোক- আমি পক্ষে নই!
★তাই বলে অপ্রাপ্তবয়স্ক দুইটা ছেলে-মেয়ের বিয়ে সমর্থন করবা তুমি?
দেখুন পিয়াল ভাই, প্রাপ্তবয়স্ক শব্দটার অর্থ কিন্তু আপেক্ষিক। একেক দেশে একেক সমাজে এটার সংজ্ঞা একেক রকম। ইউরোপের অনেক দেশেও কিন্তু ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে বৈধ! আমরা কি ওদের চেয়েও বেশি আধুনিক হয়ে গেলাম নাকি?
★তাই বলে ১৬ বছর বয়সী একটা মেয়েকে নিশ্চয়ই প্রাপ্তবয়স্ক বলবা না?
পিয়াল ভাই, আশেপাশে ১৬ বছর বয়সী অনেক মেয়েকেই তো একাধিক ছেলের সাথে চুটিয়ে প্রেম করতে দেখছি। যে মেয়ে একাধিক বয়ফ্রেন্ড চালাতে সক্ষম, সে মেয়ে একটা মাত্র হাজবেন্ড চালাতে পারবে না- এ কেমন কথা!?
এতক্ষণ পিয়াল ভাইয়ের প্রশ্ন ডিফেন্ড করে গেছি, এবার আমি পাল্টা আক্রমন করলাম-
★তা পিয়াল ভাই, ক্লাস সিক্স সেভেনের ছেলে মেয়েরাও তো এখন অবাধে প্রেম করছে, অনেকে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, শারীরিক সম্পর্কে জড়াচ্ছে, প্রেমে ব্যর্থ হয়ে কেউ কেউ আত্মহত্যাও করছে। তাদেরকে ঠেকানোর জন্য কি উদ্যোগ নিলেন!?
দেখো জাওয়াদ! প্রেম করা আইনের দৃষ্টিতে অপরাধ নয়। অপরাধ হলে তবেই না ঠেকানোর প্রশ্ন আসবে।
★বড় আজব আপনাদের এই আইন পিয়াল ভাই! এর কোন মাথা-মুন্ডু আজ পর্যন্ত বুঝতে পারলাম না! দুইটা ছেলে-মেয়ে পরস্পরের সম্মতিতে বিয়ে করতে চাইলে আইন বাধা দেয়, অথচ তারাই যদি বিয়ে বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ায় তখন আইন নির্বিকার! এ কেমন আইন? অষ্টম শ্রেণীর পাঠ্যবইতে আপনারা ঢুকিয়েছেন- পরস্পরের সম্মতিতে শারীরিক সম্পর্ক দোষের কিছু নয়! সেই আপনারাই আবার বাল্যবিয়ের বিরোধীতা করছেন। এটা কি হিপোক্রেসি নয়? পরষ্পরের সম্মতিতে প্রেম করা যদি অন্যায় না হয়, তাহলে বিয়ে করাটা অন্যায় হবে কেন আমাকে বুঝান তো!
(বি.দ্র. সর্বপ্রথম আমার ফেসবুক আইডিতে প্রকাশিত, যার লিংক- এখানে )
বিষয়: বিবিধ
২৩৭২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই কচি মেয়েদেরকে পিয়ালদের মত শিয়ালদের খপ্পড়ে ফেলানোর জন্যই নারীবাদী ও নারীপ্রেমীদের এই ধানাই পানাই
মন্তব্য করতে লগইন করুন