রানীকার যে দেশের প্রধানমন্ত্রী
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ নভেম্বর, ২০১৫, ০৫:২২:২৪ বিকাল
রানীকার যে দেশের প্রধানমন্ত্রী
সে দেশে তো খুনোখুনি হবারই কথা!
এনি স্কোপ? দাও কোপ!
কোপা শামসু পায় পায়
মরি হায়রে হায়রে হায়
অবক্ষয় সব জায়গায়।।
রশুন যে দেশের বিরোধীনেত্রী
ডেমোক্রেসি তো সে দেশে ডেমন হবার কথা!
ধুত ধুত! বিশেষ দূত
কেন যে হাসি পায়
মরি হায়রে হায়রে হায়
ডিমোশন সব জায়গায়।।
পুলিশ যেখানকার মা-বাপ
জারজ-জঙ্গী তো সেখানে পয়দা হবেই
পাবলিকে প্যাদানি খেয়ে
ধরে হাতে-পায়
মরি হায়রে হায়রে হায়
শয়তান সব জায়গায়।।
অনন্ত-দলিল যে দেশের নায়ক,
সিনেমা তো সেখানে ছিনেমা হবেই!
দর্শকেরা ধর্ষক হয়ে
পাগলা-পানি খায়
মরি হায়রে হায়রে হায়
অবনতি সব জায়গায়।।
সুমন আখন্দ যে দেশের কবি
সে দেশে তো পেসকি লাগবেই!
পাঠকেরা বৈঠক করে
মাফ ও দোয়া চায়
মরি হায়রে হায়রে হায়
অবক্ষয় সব জায়গায়।।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন