...............রাত বাড়ছে আর আমি............

লিখেছেন লিখেছেন বিবেকবান ১২ নভেম্বর, ২০১৫, ০৫:০৬:৫১ বিকাল

........................... এখন অনেক রাত চারিদিকে গাঁ ছমছম করা অন্ধকার আর রাতের নির্জনতা। হঠাৎ হঠাৎ পাখির কর্কশ শব্দে রাতের নিরবতাকে যেন বাড়িয়ে দিচ্ছে।হয়তো খুব কম মানুষই জেগে আছে।ঘুমের রাজ্যে বিচরণ করছে পুরো পৃথিবী।।শুধু জেগে আছি আমি আর আমার নিঃসঙ্গ মন।দু’চোখের পাতায় ঘুম নেই আছে শুধু জেগে থাকার যাতনা।হাজারও চিন্তা ও ভাবনা আমাকে আচ্ছন্ন করে রেখেছে।বড় একাকীত্ববোধ করছি,মনে হচ্ছে এ বিশাল পৃথিবীতে আমি বড্ড বেশী একা এবং হাহাকার করে উঠছে শুন্য এ হৃদয়।আবার কেন জানি মনে হচ্ছে অনেক দিন পর রাতের এই নির্জন সময়টুকু আমাকে ও আমার আপন সত্ত্বাকে চেনার এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে।

........................ আমি ভাবছি জগত নিয়ে,এর বিশালতা নিয়ে এবং আমার ও আশেপাশে মানুষের মধ্যে যে আত্নদ্বন্দ্ব তা নিয়ে।আমি ভাবছি নিজের বিবেকের বিকৃতি করার অপচেষ্টা নিয়ে,আমি ভাবছি আমার নানা অক্ষমতা নিয়ে,আমি ভাবছি একজন মেরুদন্ড সম্পন্ন মানুষ হয়েও মেরুদন্ডহীন জাগতিক কর্মকান্ডে অংশগ্রহণ নিয়ে, আমি ভাবছি আমার নীতিবোধ নিয়ে, আমি ভাবছি আমার লোভাতুর ক্ষুদ্র মন দিয়ে, আমি ভাবছি আমার ক্ষমতার মোহগ্রস্ততাকে নিয়ে,আমি ভাবছি আমার আত্নপ্রবঞ্চনা নিয়ে, আমি ভাবছি আমার প্রতিক্ষণে মানুষের সাথে ভাল মানুষটি সাজার অপূর্ব অভিনয়শৈলী নিয়ে, আমি ভাবছি আমার স্বপ্নকে বাস্তবায়নে অপরের কাঁথে সয়ার হওয়ার মহাপরিকল্পনা নিয়ে, আমি ভাবছি আমার কূপমণ্ডকতা নিয়ে, আমি ভাবছি আমার খামখেয়ালী নানা স্বপ্নকে নিয়ে।ভাবনার সবকটি বন্দরে আজ নঙ্গর ফেলে যাত্রা করার নিত্য ভাবনা উতলা আমার অতৃপ্ত হৃদয়।এই বিক্ষিপ্ত ভাবনা রাতের এই নির্জনতা আমার ও আমার অজ্ঞতা ও মূর্খতাকে বাড়িয়ে দিচ্ছে আরো বেশী করে এবং অট্টহাসি দিয়ে উপহাস করে যাচ্ছে।মাঝে মাঝে রাতের নিঃস্তবতা ভেঙ্গে শোনা যাচ্ছে কোন প্রভুহারা কুকুরের ডাক এবং পেঁচার স্বরহীন কর্কশ আওয়াজ।

..................... ভাবছি প্রতিদিনই পৃথিবীর এই রঙ্গ মঞ্চে অভিনয় করে যাচ্ছি একজন অভিনেতার মত।এ অভিনয় নিজেকে উপস্থাপন করার, এ অভিনয় অন্যকে নিজের দূর্বলতা ও অজ্ঞতা জানতে না দেওয়ার, এ অভিনয় নানা কল্পকথার, এ অভিনয় তোষামুদের, এ অভিনয় আত্নপ্রবঞ্চনার, এ অভিনয় জাতে উঠার, এ অভিনয় ভাল সাজার, এ অভিনয় ভন্ডমীকে লুকিয়ে রাখার।নিরবধি চলছে এ অভিনয়......

.................. ভাবনার জগতে আজ পাগলের মত নানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি।তাহলে কি ব্যর্থ এ ক্ষুদ্র জীবন নাকি আত্নপ্রবঞ্চনার,নাকি এ জীবনের সকল আয়োজন ব্যর্থ।অসংলগ্ন প্রতিটি ভাবনায় ক্রমে বিষিয়ে তুলছে মনকে।তীব্র যাতনায় কাতর করে তুলছে আমার স্তত্তাকে।তাহলে কি পৃথিবীর মাঝে আমি আমার আমিকে লুকিয়ে প্রতারনা করছি আমারই সাথে।ভাবতে খারাপ লাগছে কিন্তু কেন জানি মনে হচ্ছে রাতের অন্ধকার,দূরে ডেকে ওঠা কুকুর এবং পাখির কূজন যেন সে কথারই সর্মথন দিচ্ছে।

............... রাত বাড়ছে ক্রমেই মনের ভাবনা গুলি আরো বেশী বিক্ষিপ্ত ও ভাষাহীন হয়ে কোন অজানা বন্দরে নঙ্গর ফেলতে চাচ্ছে কিন্তু দিশা পাচ্ছে না।মন শুধুই এখন আবোল-তাবোল বকছে।আর কোন ভাষার বিন্যাস মনের পর্দায় উঁকি দিচ্ছে না।চোখের পাতাও ঘুমের আবেশে অবসন্ন হয়ে যাচ্ছে।দেহের মধ্যে ক্লান্তি নামক ক্রিয়া যেন প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং সমস্ত দেহ মনকে অবশ করে দিচ্ছে।তবুও ভাবছি,কি ভাবছি তা আর মনের পর্দায় ভাসছে না বরং হারিয়ে যাচ্ছে কালের গর্ভে।রাত বাড়ার সাথে সাথে অসংলগ্ন ভাবনাগুলি ভাষাহীন হয়ে হারিয়ে যাওয়ার অপেক্ষায়............

.........(ডায়রির পাতা থেকে ২৩-১২-১২ ঢাবি,জিয়া হল,রুম নং-৫০৩)

বিষয়: বিবিধ

১৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File