............... ওরা শিশু নয় ওরা ফুল ওদেরকে হত্যা করো না......
লিখেছেন লিখেছেন বিবেকবান ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৫৭:৩৬ রাত
কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
............ আমরা ঠিক কোন পথে হাঁটছি?মানবতা,মানবিকতা আজ নির্বাসনে হয়তো বইয়ের মাঝে নিরবে নিভৃতে গুমড়ে কেঁদে মরছে।দিকে দিকে আজ হায়েনার হিংস্র আঘাতে ক্ষত বিক্ষত মানবতা কি হবে অর্থনৈতিক মুক্তি দিয়ে আর কি হবে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হয়ে যদি না থাকে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ও প্রকাশ।আজ এ দেশে মানুষরুপী হায়েনাদের কর্মকান্ড দেখলে বনের হিংস্র পশুরাও লজ্জায় মুখ লুকাবে।নিংস্রতার কোন সংজ্ঞায়নের মধ্যেই বর্তমানে এ দেশের বাস্তবতাকে ব্যাখ্যা করা যাবে না.........
..................... আহা শিশু নয় যে ওরা,ওরা যে আমাদের বাগান রুপ দেশের অফুটন্ত গোলাপ,ওদের মুখের দিকে হায়েনা দল তাকিয়ে দেখ কি নিষ্পাপ,কি পাপহীন চাহনি।দুনিয়ার সবচেয়ে পাপিষ্ঠও হয়তো এই ফুলেদের দিকে চেয়ে পাপের সামন্যতম চিহৃ ও খুঁজে পাবে না।মা-বাবার চোখের মনি,ভালবাসার ধন আমাদের ভবিষ্যত তাদের প্রতি এ কেমন নির্মমতা এ কেমন নিষ্ঠুরতা।কল্পনার জগতের সকল নিষ্ঠুরতাকে হার মানিয়েছে এই নারকীয়তা।এ তো পশুদের সমাজ নয় বরং আরো বেশী হিংস্র আর বেশী নিশংস্র।
........................... প্রতিদিন পত্রিকার পাতা খুললে যে বিভৎস চিত্র আমাদের চোখের সামনে ভেসে আসে সেটা কোন সুস্থ স্বাভাবিক সমাজ হতে পারে না।আমাদের এ ঘুণে ধরা সমাজ ব্যবস্থা শুধু ভেতর থেকে পচে গলে নষ্ট হয়ে যাইনি বরং সেখান থেকে এখন গন্ধ ছড়াচ্ছে।আর এ দেশের তথাকথিত কান্ডারিরা আত্নসুখে মগ্ন হয়ে আছেন।আর তাদের গালভরা বুলি আর নানা উন্নয়নের ফানুস উড়ানোর কল্পকাহিনী শুনিয়ে আমাদেরকে নেশাগ্রস্ত করে রেখেছে।আরে ভাই যেখানে জীবনের নিরাপত্তা নেই সেখানে পেটের ক্ষুধা মিটিয়ে কি লাভ মানুষতো আর পশুর মত না।যদিও চারিদিকে তাকালে মানুষরুপী পুশুদের তান্ডব নৃত্য দেখা যাচ্ছে প্রতিনিয়তই।
............... আমরা সিরিয়া,ইরাক,ফিলিস্তিনসহ আফ্রিকার শিশুদের প্রতি যে নির্মমতা সেটা নিয়ে কত কথা লি।ওই সব শিশুদের অসহায় অবস্থা আর নিষ্পাপ মুখের চাহনি দেখে দীর্ঘশ্বাস ফেলি।অথচ আজ প্রায় প্রতিদিনই এ দেশের শিশুদের প্রতি মানুষরুপী হায়েনাদের কি নিষ্ঠুর আচরণ।মুখোশ পরা মানবতা এ সব দেখে কেমন যেন বোবা হয়ে গেছে.........
............... যে শিশুর হাসি আমাদের সমাজে আনন্দের জোয়ার এনে দেয় যাদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমরা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি তাদের সাথে এ কেমন অমানবিকতা। ওদের কি একটি বারও হাত কাঁপলো না।একটি বারও মনের পর্দায় নিজের শিশুর কথাটি ভেসে আসলো না।কি দোষ ছিল এই নিষ্পাপ ফুলগুলোর।তাদের পরিবারের প্রতি আক্রোশ কেনই বা তাদের প্রতি দেখানো হল?প্রশ্ন আছে উত্তর নাই।ওই হায়েনাদের কাছেও হয়তো কোন উত্তর নাই কেন তাদের এই নিশ্ংস্রতা......
..................... নারকীয়তার এমনরুপ আইয়ামে জাহেলিয়াতেকেও হার মানিয়েছে।এই সকল নরপশুদের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে আমাদের শিশুরা নয় বরং তারা ক্ষতবিক্ষত করেছে মানবতাকে।তোমরা আমাদের শিশুদের হত্যা করোনি,হত্যা করেছো আমাদের মনুষ্যত্বকে,হত্যা করেছো এ সমাজের প্রচলিত ভালবাসার বন্ধন ও স্নেহের বাঁধনকে...... আহা কবে জাগবে মানবতা আর সুকান্তের মত গেয়ে উঠবেঃ
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব— তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন