ছাত্রলীগের অপরাধের দায়ভার সমগ্র পুরুষ জাতি নেবে কেন?
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৮ এপ্রিল, ২০১৫, ১২:০৩:৩৭ দুপুর
প্রথম আলোতে লেখক আনিসুল হক "পুরুষকে মানুষ কর, বাঙালীকে সভ্য" শিরোনামে একটা কলাম লিখেছেন।
কিন্তু মানুষ হওয়ার দায় কি পুরুষের একার? নারীদের কোন দায় নেই? আমি অবশ্যই টিএসসির ঐ ঘটনার সাথে জড়িতদের পক্ষ নিচ্ছি না। তারা যা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি কোন মেয়ে নই, তাই এধরনের পরিস্থিতিতে আমাকে কখনোই পড়তে হবে না, তবুও যেসব নারী টিএসসিতে বখাটেদের দ্বারা সম্ভ্রমহানির শিকার হয়েছেন তাদের মানসিক যন্ত্রনাটা আমি উপলব্ধি করতে পারি। আমি আপনাদের জন্য ব্যথিত। আমার ক্ষমতা থাকলে দায়ীদের উপযুক্ত শাস্তি আমি নিশ্চিৎ করতাম।
পাশাপাশি আমি এটাও বলতে চাই, যেসব নারী ঐদিন সন্ধ্যায় টিএসসি তে উপস্থিত ছিলেন তাদেরও ভুল আছে। নিজের পায়ে আপনারা নিজেরাই কুড়াল মেরেছেন। হয়তো আপনারাও ঐ বখাটেদের মতই মুক্তমনা এবং সেক্যুলার, তা নাহলে ঐদিন ওরকম একটা জায়গায় আপনারা যেতেন না, গেলেও সন্ধ্যা পর্যন্ত থাকতেন না।
মাঝে মাঝে আমার মনে হয়, আপনারা নিজেরা নিজেদের ভাল বুঝেন না। এমনকি যারা মনে প্রানে আপনাদের ভাল চায়, যারা চায় আপনারা একটু নিরাপদে থাকুন- তাদেরকে আপনারা ভুল বুঝেন, শত্রু মনে করেন। আর যেসব শকুন আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে এসে আপনাদের উপর হামলে পড়ার সুযোগ খুজে - তাদেরকে আপনারা বিশ্বাস করেন। বার বার ঠকেন, তবু তাদেরকেই আপনারা বিশ্বাস করেন।
পশুদের শালীনতাবোধ নেই, তাই তারা কাপড় পরে না। মানুষের সাথে পশুর পার্থক্য এখানেই। নারীদেরকে বলবো- পুরুষকে মানুষ হওয়ার উপদেশ দেয়ার পাশাপাশি নিজেরাও মানুষ হোন। নিজেদেরকে যদি মানুষ মনে করেন তাহলে উগ্র বেশভূষা পরিহার করে শালীন পোশাক পরুন, বর্ষবরনের নামে উগ্রতা পরিহার করুন, ধর্মীয় বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করুন, দলবদ্ধ থাকুন এবং টিএসসির মত পশুর খোয়াড়গুলো এড়িয়ে চলুন। মুফতে পাওয়া গেলে বাঙালী আলকাতরাও ছাড়ে না, মেয়ে মানুষ তো সেই হিসেবে অনেক দামী জিনিস। আপনারা কি জানেন না, হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু-পক্ষীর দিকে। আর আবেদনময়ী নারীকে নির্জনে সুযোগমত পাওয়া গেলে অনেক ভদ্র-শান্ত পুরুষেরও পশু হয়ে উঠতে সময় লাগে না...
অনেক হয়েছে, এবার ভুল থেকে শিক্ষা নিন। প্রতিজ্ঞা করুন, এরপর থেকে আরো সাবধান থাকবেন, শকুনদের হাত থেকে নিরাপদ দূরত্বে থাকবেন।
বিশ্বাস করুন, বৈশাখী পূজা কিংবা মঙ্গল শোভাযাত্রা- এগুলো আপনাদের জন্য কখনোই কোন মঙ্গল বয়ে আনতে পারবে না। এগুলো আপনাদের কাছ থেকে মূল্যবান সম্পদই শুধু কেড়ে নিয়ে যাবে, দিতে পারবে না কিছুই....
লেখকের ফেসবুক আইডি- এখানে
বিষয়: বিবিধ
১৭১১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আনিসুল হক? সেতো সস্তা দরে বিবেক বিক্রেতা!
ওটাতো ব্যাবসায়ী মার্কা লেখা।
সৃষ্টিগত বৈশিষ্ট্যকি পাল্টানো সম্ভব?
সেন্চুরিয়ান মানিক বা পান্না মাস্টারদের বিরুদ্ধে মেয়েদের এতটা সোচ্চার হতে দেখা যায় না যতটা দেখা যায় শফি হুজুর তাদের তেতুলের উপমা দিলে ।
আজ যদি এসব টিজারদের মধ্যে শাহরুখ , অক্ষয় , আমির , সালমানরা থাকতো তাহলে মেয়েরা কি ঘাপলা করতো , কাহিনী বানাতো ?
২০১০ এ শাহরুখ বা এর কিছুদিন পর অক্ষয় এসে যখন স্টেজে কোন এক মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিল তখন কি নারীরা এর প্রতিবাদ করেছিল ?
মেয়েদের এসব দ্বিমুখী আচরনই তাদেরকে হেনস্তা হওয়া থেকে ঠেকাতে পারে না ।
মন্তব্য করতে লগইন করুন