ঘুমপুরীর আলাপন

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৮ এপ্রিল, ২০১৫, ১১:৫৯:৩৯ সকাল



ছোট ছোট পরীরা এসে

চারপাশেতে করে আলাপন,

আর তুমি ঘুমপুরীতে

ঘুমের সাথে ঘুরছো তখন।

হঠাত ডেকে এক পরীকে

বলি আদর করে,

কে হে তুমি?

মুচকি হেসে বললে পরী,

আমি যে তোমার হৃদ নারী,

সকাল-বিকাল দুপুর-সাঝে

অথবা সব গভীর রাতে,

যে তোমাকে করেছে দখল

আমরা সবাই তারই সকল।

হাত বাড়িয়ে সেই পরীকে

ধরতে গিয়ে হঠাৎ দেখি,

কই সে পরী,

সামনে দেখি আস্ত তুমি।

বিষয়: বিবিধ

১৫৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315566
১৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
315761
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২১
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File