ঘুমপুরীর আলাপন
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৮ এপ্রিল, ২০১৫, ১১:৫৯:৩৯ সকাল
ছোট ছোট পরীরা এসে
চারপাশেতে করে আলাপন,
আর তুমি ঘুমপুরীতে
ঘুমের সাথে ঘুরছো তখন।
হঠাত ডেকে এক পরীকে
বলি আদর করে,
কে হে তুমি?
মুচকি হেসে বললে পরী,
আমি যে তোমার হৃদ নারী,
সকাল-বিকাল দুপুর-সাঝে
অথবা সব গভীর রাতে,
যে তোমাকে করেছে দখল
আমরা সবাই তারই সকল।
হাত বাড়িয়ে সেই পরীকে
ধরতে গিয়ে হঠাৎ দেখি,
কই সে পরী,
সামনে দেখি আস্ত তুমি।
বিষয়: বিবিধ
১৬২২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন