একটা মিষ্টি, কিন্তু নিষিদ্ধ গোপন কথার ছোট গল্প

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৪৩:০০ রাত

একটা মিষ্টি, কিন্তু নিষিদ্ধ গোপন কথার ছোট গল্প।

আমরা যারা মিডিয়াতে আসি, তাদেরকে অনেক ধরণের মানুষের সাথে 'ডীল' করতে হয়। ইচ্ছা বা অনিচ্ছায় অনেক লোকের অনেক গোপন কথা শুনতে হয়। এক মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়ের একটা সমস্যা এমনঃ

"একজন কোথা থেকে ফোন যোগাড় করে পরিচয় দিলো। কিছু কথা বললো। খুব অসাধারণ কোন মহিলা মনে হয় নি। আধা ঘন্টার আলোচনার শেষ পর্যায়ে আমতা আমতা করে বললো- আপনাকে একটা খুব গোপন কথা বলার জন্যে এতো কষ্ট করে ফোনটা যোগাড় করেছি। তা হলো- আমরা দুই বোন আপনাকে খুব ভালোবাসি। শুধু এই কথাটা বলার জন্যে।"

উনি আমার পরামর্শ চাইলেন। আমি বললাম- গোপন কথা গোপনেই থাকুক। আর এটা নিয়ে নাড়াচাড়া করবেন না। কারণ, পেটের খাবার মুখ দিয়ে বের হলে হয় তার নাম হয় 'বমি' আর অন্য জায়গা দিয়ে বের হলে তার নাম হয় '------'।

বিষয়: সাহিত্য

২৫৫২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359977
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৫১
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কারণ হলো- অজানা লোকের এমন কথায় 'গলে' গেলে অনেক সমস্যা হতে পারে।
359984
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:২৪
সন্ধাতারা লিখেছেন : Salam. What a shame!
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪১
298428
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কি করা !!
359991
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত ভালবাসা আপনি বাঁশ দিলেন!!!
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪২
298429
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : না, উনাকে বাশ থেকে রক্ষা করেছি।
360000
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:২৪
হতভাগা লিখেছেন :
তা হলো- আমরা দুই বোন আপনাকে খুব ভালোবাসি। শুধু এই কথাটা বলার জন্যে।"


০ তাকে বলে দিতেন যে , এক সাথে দুইবোনকে স্ত্রী হিসেবে রাখা যায় না ।
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪২
298430
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনার ফতোয়া জ্ঞান খুব ভালো।
360029
২০ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৩
তৌহিদ মাহমুদ লিখেছেন : গোপন কথা গোপনেই থাকুক। আর এটা নিয়ে নাড়াচাড়া করবেন না। কারণ, পেটের খাবার মুখ দিয়ে বের হলে হয় তার নাম হয় 'বমি' আর অন্য জায়গা দিয়ে বের হলে তার নাম হয় '------'।
ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ।
২০ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৩
298431
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আল্লাহ ভালো করুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File