এক ইসলামী চাঁদাতোলা ব্যরিষ্টারের গোপন কথা
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:২২:৪৪ দুপুর
অনেক গুণ তাঁর। তিনি অনেক মেধাবী। যেমন তিনি পাইলট, শিক্ষক, ব্যরিষ্টার, শিল্পী, গায়ক, লেখক, সম্পাদক, পুলিশ আরো অনেক কিছু। কিন্তু বৃটেন ও ইউরোপের লোকেরা এখন তাকে চেনেন একজন জনপ্রিয় টিভি ফান্ডরেইজার ব্যরিষ্টার হিসাবে। অবশ্য, এ নিয়ে তাকে কেউ কেউ সমালোচনাও করেন।
তাঁর সাথে এক মসজিদের ফান্ড রেইজিং অনুষ্ঠানে যাই। তাঁর বক্তব্যের মাঝে তাঁর নিজের মনের গভীর থেকে একটা কথা বলে ফেলেন। কথাটা একটু গভীর মন দিয়ে শুনুনঃ
তিনি বলেন- দেখুন, আমরা যা করছি তা সব আল্লাহর কাছে রেজিস্ট্রি করা হয়ে যাচ্ছে। সে দিন মুক্তির জন্যে আমাদের অনেক আমল ও ত্যাগের দরকার।
আমার আমলও বেশী নয়, ত্যাগও বেশী নয়। কিন্তু আমি জানি- আমার অনুপ্রেরণায় আপনারা আল্লাহকে খুশী করার জন্যে যা দান করবেন- তা সবই আমার আমল নামায় লেখা হয়ে যাবে। এটাই আমার লোভ, এটাই আমার আশা এবং এটা আমার জন্যে অনেক পাওয়া ও বড় ভাগ্য। আলহামদুলিল্লাহ।
তাই, এটাকে তিনি তাঁর নেশা ও ছোট খাটো পেশা হিসাবে নিয়েছেন।
এবং তা শুনে আমার চোখের পানি আটকে রাখতে পারি নি।
বিষয়: সাহিত্য
২৬৬২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খায়র।
এটা কিন্তু সত্যিই খুব লোভনীয়- যা নিজের সামর্থ্যকে হাজার লাখো গুণ বাড়িয়ে দেয়!!
অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
সব কিছুই বুঝলাম বাট পুলিশ কিভাবে?
আপনার লেখাটি ছোট্ট হলেও মেসেজ পাওয়া গেলো। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
মন্তব্য করতে লগইন করুন