যাপিত রসঃ ইন্ডিয়ান ফ্লেভার

লিখেছেন লিখেছেন শুভ কবি ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৮:০৪ দুপুর



গতকাল ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম।ভিসার এপ্লিকেশন জমা দিতে।অপেক্ষা করছি।পাশে বসা এক গনেশ মার্কা ছেলে তার অপর পাশে বসা মেয়ের সাথে গল্প করার চেষ্টা করছে। বরাবরই গল্প এক বাক্যে শেষ হয়ে যাচ্ছে।উপায় না দেখে গনেশ ট্রেডমার্কধারী এবার শুরু করে দিল ইন্ডিয়ান সিরিয়ালের গল্প।কথা এখন আর এক বাক্যে শেষ না হইয়া "কুসুম" থেকে "কিরনমালায়" গিয়ে গল্প থেকে উপন্যাসে রূপ নিল :D/

বুঝিলাম বাপু, প্রেম করিবার হাতিয়ারও এখন "ইন্ডিয়ান সিরিয়াল" Cook

এপ্লিকেশন জমা দেয়ার জন্য আমার ডাক পরিল। ভিতরে গেলাম। যার কাছে জমা দিতে হবে তিনি এক প্রমীলা অফিসার Winking আমি যাওয়া মাত্রই বলে উঠল, "‎তুমি আসবেবলে‬ লাঞ্চের ব্রেক নেইনি। জলদি কাগজপত্র দেখাও, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ‪ইস্টি কুটুম‬ আসবে,বাসায় আমার পুত্র ‪বধূবরণ‬ অনুষ্ঠান। বধূকে ‪জলনূপুর‬ দিব বলে ঠিক করে রেখেছি। আমি এপ্লিকেশন দেখালাম। প্রমীলা এবার এপ্লিকেশনে ভুল ধরে আমাকে ফিরিয়ে দিতে চাইলে অমি তাকে অনেক করে বুঝাতে চেষ্টা করেও ব্যার্থ হলাম। ঠিক সেই মুহূর্তে আমিও বলে উঠলাম,‪ বোঝেনা সে বোঝেনা‬ । আমার কথা শুনে সে ফিক করে হেসে দিয়ে এপ্লিকেশন জমা নিল। বুঝলাম, ভুল জিনিস সঠিক করার উপায়টিও এখন ইন্ডিয়ান সিরিয়াল Winking

বাসায় ফিরলাম। সন্ধ্যা সাড়ে সাতটায় এনটিভির খবর দেখতে বসেছি। এমন সময় বুয়া এসে বলে, লে হালুয়া লে দেখব। আমি ভাবলাম, বুয়া মনে হয় নতুন হালুয়া তৈরি করবে বলে কোন রান্নার অনুষ্ঠান দেখতে চাইছে Chatterbox খানিক পরেই ভুল ভাঙ্গল এটা আসলে কোন ইন্ডিয়ান সিনেমার নাম Music বুয়াকে শুধালাম, "কোন চ্যানেল দিব?"বুয়া বলিল," ভাইয়া, জলসা মফিজ দেন" At Wits' End

যাক তাও ভাল, সে সিনেমা দেখতে জলসা মফিজ দেখতে চাইছিল Music খেলা দেখতে চাইলে নিশ্চিত জলসা মুস্তাফিজ চাইত Rolling on the Floor

বিষয়: বিবিধ

১৬০৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340621
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১১
নাবিক লিখেছেন : Rolling on the Floor
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২১
282038
শুভ কবি লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>-
340632
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইগুলা কি ভাই সিরিয়াল এর সিরিয়ালি নাম!
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১১
282257
শুভ কবি লিখেছেন : Winking
340651
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৪
জ্ঞানের কথা লিখেছেন : অনেক হাসির কাব্য। ব্রেলিয়ান্ট!
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১১
282258
শুভ কবি লিখেছেন : জাজাকাল্লাহ ভাই Happy
340684
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
শেখের পোলা লিখেছেন : ইণ্ডিয়ান সিরিয়াল ভক্তিই আপনার সহায়ক হল৷ বোঝেন ঠেলা৷
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১২
282259
শুভ কবি লিখেছেন : তাও ঠিক Winking
340691
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম
এম্বিসিতে যদি এই অবস্থা হয়! Not Listening

বুয়াকে নসিহত করা উচিত! বুঝান উনাকে বুঝান Cool
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১২
282260
শুভ কবি লিখেছেন : আমাদের দেশের ঘরের লোকই বুঝতে চায়না আর বুয়া Crying
340746
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৬
মাজহারুল ইসলাম লিখেছেন : মালাউনদের এই সিরিয়ালের কারনে এই দেশের সংস্কৃতি আজ প্রায় হারিয়ে গিয়েছে। যদিও এই দেশের সংস্কৃতির অবস্থা প্রায় একই রকম।
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
282262
শুভ কবি লিখেছেন : Happy>-
340760
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
282263
শুভ কবি লিখেছেন : <:-P <:-P <:-P <:-P
341047
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৯
হতভাগা লিখেছেন : স্টার জলসায় চোখ ঝলসায়
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১১
282646
শুভ কবি লিখেছেন : এটা তো আর ফেসবুক না, তাহলে জিজ্ঞাস করতাম, কোথায় ছিলেন হতভাগা??? মিস করতে ছিলাম Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File