যাপিত রসঃ ইন্ডিয়ান ফ্লেভার
লিখেছেন লিখেছেন শুভ কবি ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৮:০৪ দুপুর
গতকাল ইন্ডিয়ান এম্বাসিতে গিয়েছিলাম।ভিসার এপ্লিকেশন জমা দিতে।অপেক্ষা করছি।পাশে বসা এক গনেশ মার্কা ছেলে তার অপর পাশে বসা মেয়ের সাথে গল্প করার চেষ্টা করছে। বরাবরই গল্প এক বাক্যে শেষ হয়ে যাচ্ছে।উপায় না দেখে গনেশ ট্রেডমার্কধারী এবার শুরু করে দিল ইন্ডিয়ান সিরিয়ালের গল্প।কথা এখন আর এক বাক্যে শেষ না হইয়া "কুসুম" থেকে "কিরনমালায়" গিয়ে গল্প থেকে উপন্যাসে রূপ নিল :D/
বুঝিলাম বাপু, প্রেম করিবার হাতিয়ারও এখন "ইন্ডিয়ান সিরিয়াল"
এপ্লিকেশন জমা দেয়ার জন্য আমার ডাক পরিল। ভিতরে গেলাম। যার কাছে জমা দিতে হবে তিনি এক প্রমীলা অফিসার আমি যাওয়া মাত্রই বলে উঠল, "তুমি আসবেবলে লাঞ্চের ব্রেক নেইনি। জলদি কাগজপত্র দেখাও, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে ইস্টি কুটুম আসবে,বাসায় আমার পুত্র বধূবরণ অনুষ্ঠান। বধূকে জলনূপুর দিব বলে ঠিক করে রেখেছি। আমি এপ্লিকেশন দেখালাম। প্রমীলা এবার এপ্লিকেশনে ভুল ধরে আমাকে ফিরিয়ে দিতে চাইলে অমি তাকে অনেক করে বুঝাতে চেষ্টা করেও ব্যার্থ হলাম। ঠিক সেই মুহূর্তে আমিও বলে উঠলাম, বোঝেনা সে বোঝেনা । আমার কথা শুনে সে ফিক করে হেসে দিয়ে এপ্লিকেশন জমা নিল। বুঝলাম, ভুল জিনিস সঠিক করার উপায়টিও এখন ইন্ডিয়ান সিরিয়াল
বাসায় ফিরলাম। সন্ধ্যা সাড়ে সাতটায় এনটিভির খবর দেখতে বসেছি। এমন সময় বুয়া এসে বলে, লে হালুয়া লে দেখব। আমি ভাবলাম, বুয়া মনে হয় নতুন হালুয়া তৈরি করবে বলে কোন রান্নার অনুষ্ঠান দেখতে চাইছে খানিক পরেই ভুল ভাঙ্গল এটা আসলে কোন ইন্ডিয়ান সিনেমার নাম বুয়াকে শুধালাম, "কোন চ্যানেল দিব?"বুয়া বলিল," ভাইয়া, জলসা মফিজ দেন"
যাক তাও ভাল, সে সিনেমা দেখতে জলসা মফিজ দেখতে চাইছিল খেলা দেখতে চাইলে নিশ্চিত জলসা মুস্তাফিজ চাইত
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এম্বিসিতে যদি এই অবস্থা হয়!
বুয়াকে নসিহত করা উচিত! বুঝান উনাকে বুঝান
মন্তব্য করতে লগইন করুন