এর নাম ভার্চুয়াল প্রতারনা
লিখেছেন লিখেছেন শুভ কবি ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৫৩:১৫ বিকাল
-রাসুলের পাগড়ি মোবারক
-পৃথিবীর সব থেকে বড় কোরআন
-মাছের পেটে আল্লাহু লিখা
ব্লাহ ব্লাহ ব্লাহ..............................
মুসলিম হলে লাইক দিন। আরও পোষ্ট পেতে "Y" লিখে কমেন্ট করুন। সবাইকে জানিয়ে দিতে শেয়ার করুন -_-
আহ!!!আমরা বাঙালি জাতি আবেগ আমাদের রক্তে মিশে আছে। সেই সাথে আছে সরলতা। এই ধরনের পোষ্ট দেখে আমরা পঙ্গপালের মত ঝাপিয়ে পরি যেন লাইক/কমেন্ট/শেয়ার না দিলে বিশাল সউয়াব থেকে বঞ্চিত হব অথবা জাহান্নামে যাব। কোথাও আবার এমন লিখাও থাকে, " সারাদিন কত কিছুতে লাইক দেন আর আল্লাহর নাম লিখায় লাইক দেন কিনা দেখিতো" -_-
যারা জীবনেও নামায কি চিনেনা তারাও এই ধরনের লিখায় হুমড়ি খেয়ে পরে সউয়াব কামাইয়ের আশায়।
বাদ দিলাম সউয়াব কামানো দেখানো। এবার অন্য কিছু দেখিঃ
-আমি গরীব ঘরের মেয়ে বলে কেউ লাইক দেয়না
-আমি গ্রামের মেয়ে তাই বলে কি খুব পচা?
-এই হিযাবি আপুর জন্য কয়টি লাইক
-ছোট বোন হিসেবে পেজটাতে একটা লাইক চাচ্ছি
-হিযাবেই মেয়েদের আসল সৌন্দর্য,সত্য হলে লাইক দিন মিথ্যা হলে কমেন্ট করুন -_-
ব্লাহ ব্লাহ ব্লাহ....................................
রেডিও মুন্না,সঙ্গি,স্বাধীন,সিয়াম,স্বদেশ ইত্যাদি রেডিও ওয়ালা পেজ আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত মনে এমন কোন বস্তু নাই যার মাঝে আল্লাহ/রাসুলের নাম পায়নি। আল্লাহকে বিশ্বাস করতে কত কিছু তাদের প্রয়োজন!!! অথচ আমাদের জীবন থেকে আর বড় নিদর্শন কিইবা হতে পারে!!!!??
"নিশ্চয়ই তোমাদের যাপিত জীবনই ঈমানদারদের জন্য সর্বউত্তম নিদর্শন" (সুরাঃ আনআম৯৯)
আমাদের মানসিক অধপতন আজ কোন পর্যায়ে এসে ঠেকেছে??? তুচ্ছ বিষয়েও আমরা আবেগ নিয়ে খেলি,প্রতারনা করি। মেয়েলি বিষয় না হয় বাদই দিলাম,প্রতারনা করতে ছাড় দিচ্ছিনা আল্লাহ/রাসুলকেও।
কারো সাথে প্রতারনা করে কিছু আদায় করা মানে সে বোকা নয় বরং সে বিশ্বাস করেছিল বলেই আজ তাকে প্রতারনা করা গেল।
বিষয়: বিবিধ
২০৮৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ ধরণের বাক্য সম্বলিত পোস্ট/স্ট্যাটাসের মাধ্যমে লাইক/কমেন্ট ভিখারী দেখলে আমার গা রি রি করে, মাথা গরম হয়ে যেতে চায়....
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সাধারণ মানুষ জানেনা রাসুলুল্লাহ (সাঃ) জিবীত কালেও আরবী হরফ গুলো এমন ছিলনা। বিগত ১৪শত বছরে সেগুলো ডেভলপ হয়েছে। আর বর্তমান যুগের ডিজিটাল ফাজলামিতে সেই ডেভলপ করা অক্ষর গুলোই প্রদর্শন করে।
আকাশের মেঘে, গোশতের টুকরায়, ডিমের উপর, মাছের গায়ে আরবী অক্ষর দিয়ে যে সব ফাজলামি আমরা দেখে থাকি, সব ভুয়া। আমি ইচ্ছা করলে ফটোশপ ব্যবহার করে, এর চেয়েও বেশী কঠিন ও আশ্চর্যজনক কাহিনী আরবী অক্ষর দিয়ে বানিয়ে দিতে পারি। আমি করবনা কেননা আমি জানি আল্লাহ নিজেকে পরিচিত করতে তার সৃষ্টি নৈপুন্যের সাহার্য্য নেন। মানুষের বানানো কম্পিউটার তিনি ব্যবহার করেন না। অনেক ধন্যবাদ
চমৎকার বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য আন্তরিক শুকরিয়া!
মুসলিমরা আজ জ্ঞান চর্চা থেকে দূরে সরে গিয়ে অন্ধের মতো পথ হাতড়ে ঘুরছে ফলে যে যাই এনে দেখায়, বুঝায় সেটাই বিশাল ব্যাপার মনে করে! আল্লাহ আমাদের হিফাজত করুন।
চমৎকার বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য আন্তরিক শুকরিয়া!
এই সবকিছুর মূল কারন হচ্ছে মুসলিমরা আজ নিরেট মুর্খ। জ্ঞান অর্জন করেছে ভার্সিটি পাশ করেছে কিন্তু তার রবের কি কমান্ড তা জানে না। ফলে দাজ্জালরা সবাইকে ধোকা দিচ্ছে অথচ তারা বুঝতে পারেছে না।
আচ্ছা যে গরুর গায়ে আল্লাহ লেখা পেল সেই গুরুর গায়ে ওম লেখা এখন তারা কি বলবে যারা হুজুগে সুবহানাল্লাহ! বলেফেলে? এমনকি শুকরের গায়েও আল্লাহ লেখা পাওয়া যায়! (আউজুবিল্লাহি মিন জালিক)
অথচ আল্লাহ বলেন: হে মুসা! إِنَّنِي أَنَا اللَّهُ আমি আল্লাহ! لَا إِلَٰهَ إِلَّا أَنَا আমি ছাড়া কোন মা‘বূদ নেই; فَاعْبُدْنِي অতএব আমার ইবাদাত কর وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর। (সুরা ত্বহা-১৪)
আল্লাহ নিজেই তার নাম বলেছেন আল্লাহ اللَّهُ সেই নাম নিয়ে আজ খেলায় মেতে উঠেছে জাহেল মুসলিম! কবে যে আল্লাহর গজব নেমে আসে তার ঠিক নেই।
নিশ্চই সুবহানাল্লাহ বলা সাওয়াবের কাজ তবে এরখম জায়গায় বলাতে কোন সাওয়াবতো নেই বরং জাহালাতের কারনে শির্ক করে মুশরিক হয়ে যায় কিন্তু বুঝতে পারে না। আর এই সুযোগটা কাজে লাগায় অপি বাইদানের মতো কাফের নাস্তিক টাইপের ইসলাম বিদ্দেশীরা।
তারা এগুলো এনে মানুষকে দেখায় দেখ তোমাদের মুসলিমের অবস্থা!!
মন্তব্য করতে লগইন করুন