মনুষ্যত্ব তুমি কোথায়????

লিখেছেন লিখেছেন শুভ কবি ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৭:৩১ দুপুর

কয়েকদিন আগে ফেসবুকের টাইমলাইনে দেখেছিলাম জাপানিদের এদেশে এসে রাস্তার ময়লা পরিস্কার করতে। আর আমাদের দেশের কিছু উদ্ভট জনগণ ব্যস্ত ছিল ক্যামেরা নিয়ে তাদের ছবি তুলতে। হাউ ফানি I Don't Want To See





গত পরশু চট্টগ্রামে আগ্রাবাদের রাস্তায় এক প্রতিবন্ধী মা যখন রাস্তায় প্রসব বেদনায় ছটফট করছে ঠিক তখনই একদল উদ্ভট জনগণ হাজির যারা সেই মায়ের কাছে না গিয়ে ব্যস্ত মায়ের লজ্জাস্থান ধারনে। এবং দুর্ভাগ্য এখানেই যে তাদের সেই ক্যামেরার সামনেই প্রতিবন্ধী মা জন্ম দেন এক মেয়ে শিশুর।



বাবা-মায়ের কোন ক্লাসিফিকেশান হয়না। একটাই পরিচয় তারা বাবা-মা।

আমাদের মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে ঠেকেছে যে একজন মা(হোক সে প্রতিবন্ধী মা) কিভাবে সন্তান দেন সেটাও ছবি তুলে রাখতে হয় Not Listening

মা-কে নগ্ন দেখতে ও প্রকাশ করতে আমাদের একটুও বুকে বাধেনা।

এই উদ্ভট লোকেরাই রাজনদের ঘাম খাইয়ে মারে আর সেই দৃশ্য ধারন করে।

এরাই "রাহুল" হয় যারা প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে চড়-থাপ্পড় দিয়ে অনলাইনে প্রচার করে।

আর এদের বদান্যতাতেই অনলাইনে ভাল কিছু সার্চ করতে গেলেও বেড়িয়ে আসে তাদের কদর্য কান্ড It Wasn't Me!

ইতি টানছি সরল পদ্যেঃ

তার প্রতিবাদহীন প্রাকৃতিক নগ্নতা

বন্দী করে এখন সাংবাদিক,ঝুলন্ত ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার

ফিরে যাচ্ছে পত্রিকার বিভিন্ন পাতায়

অসহায়,সেই মুখ আজ নিরব-বাকহীন ফ্যালফ্যাল চোখে কেবল তাকিয়ে

তবুও আগের মতন আর বলছে না, বলবে না;

‘আমি কিছুতেই ছবি তুলবো না,তুলতে দিবনা............…’

যেন তার সমস্ত লজ্জার ভার এখন আমার।

কেবল আমার

বিষয়: বিবিধ

২০২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341234
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৮
মুক্ত কন্ঠ লিখেছেন : এসব দায়িত্বশীল(!) ক্যামেরা সাংবাদিকদের আভির্ভাব ঘটেছে মুলতঃ ফেসবুক এবং মুঠোফোনের কল্যানে। এদের কান্ড হল, যখনই ঘটনা তখনই ক্যামেরা শট্ এবং আপলোড। (এমনকি মানুষ মরতে দেখলেও)

মনুষত্ব কোথাও যায় নি। আমাদের মাঝেই আছে। তবে পাশবিকতা তার উপর জয়ী হয়েছে। ( যদিও পশুরা এসব করে না)
কোরাআনের ভাষায় 'বালহুম আদ্বাল' আমরা পশুর চেয়েও অধম।

ধন্যবাদ আপনার পোষ্টের জন্য। তবে আশার কিছু দেখি না।
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
282681
শুভ কবি লিখেছেন : আশার কিছু ভাই আমিও দেখছিনা। সবকিছুতেই আমাদের নৈতিকতার অধপতন :(
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৩
282685
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মুক্তমনা ভাই সুন্দর ভাবে লেখকের কথার সারমর্ম তুলে ধরেছেন
আপনাকে অনেক ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
282694
মুক্ত কন্ঠ লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মুক্তমনা ভাই সুন্দর ভাবে লেখকের কথার সারমর্ম তুলে ধরেছেন
আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই!
আমার কন্ঠ মুক্ত তবে আমি তথাকথিত "মুক্তমনা" নই ভাই। মুক্তভাবে চিন্তা করতে ভালবাসি তবে সেটা ঐশি জ্ঞানের আলোকে। Happy Happy Happy

341235
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
হতভাগা লিখেছেন : জাপানীদের আগে খুব আত্মসন্মানবোধ সম্পন্ন বলে মনে করতাম । শিনজো আবের বক্তব্যের পর তাদের প্রতি শ্রদ্ধা উবে গেছে ।

এতটা বে-লাজ হতে পারে কোন জাতি !!!!
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৭
282682
শুভ কবি লিখেছেন : তাদের খানাপিনাতেও ব্যাপক বেলাজের আছে। কিন্তু আমার লিখার ফোকাস কিন্তু ভিন্ন। তারা যা করছে তাদের এজন্য টিপ্পনি না দিয়ে বরং বাহবা দেয়াটাই উচিৎ। লজ্জাতো তারা পাবে যাদের সামনে এরা কাজ করে যায় আর এরা দাত কেলিয়ে ছবি তুলে বেড়ায় Happy
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩০
282683
হতভাগা লিখেছেন : মেয়রদের উচিত বাংলাদেশস্থ জাপানীদেরকে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য নিয়োগ দেওয়া উচিত ।

ওরা এখন এটা ভালভাবে করতে আসবে শিনজোর কথাতে তাদের মাথা যদি সত্যিই হেট হয়ে থাকে।
341254
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কবি ভাই
খুব সুন্দর ভাবে আমাদের গর্ভিত জাতীর বর্তমান কর্মকান্ড তুলে ধরার জন্য
ভবিষ্যতে মনে হয় এর থেকেও বেশী কিছু হতে পারে !
অনেক ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
282696
মুক্ত কন্ঠ লিখেছেন : ভবিষ্যতে এরা নিজের বাসর রাতের ভিডিও কেপচার করে আপলোড করবে। বউয়ের সন্তান প্রসব ভিডিও করে আপলোড করবে। এদের নেক্সট জেনারেশন গর্ভে থাকতেই ওখানে ক্যামেরা পাঠানো লাগতে পারে, যাতে সে নিজের ভুমিষ্ট হওয়াটা ভিতর থেকেই রেকর্ডিং শুরু করতে পারে! লল!!!!!
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
282822
শুভ কবি লিখেছেন : একটি জিনিস দেখেন ভাই,কোন দিকে আমাদের অধপতন হচ্ছেনা!!! পশুর সাথে প্রতিযোগিতা করে চলছে নৈতিকতার বিসর্জন Worried
341308
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১১
আবু জান্নাত লিখেছেন : হাতে হাতে ক্যামেরা ফোন একটি মারাত্বক রোগে পরিণত হয়েছে। মানবতার কথা ভূলে সবাই এখন স্মৃতি ধারনেই ব্যস্ত। পবিত্র হজ্বেও একই চরিত্র, পিটিয়ে জিবন্ত মানুষ হত্যা হচ্ছে, সেখানেও ভিড়িও, নিজের স্ত্রী ও প্রেমিকার সাথে যৌনসঙ্গম ও ভিড়িও করে অনলাইনে ছাড়া হচ্ছে।
পৃথিবীটা যেন ভিডিওময় হয়ে গেছে ভাই। মানবতা উধাও।
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৯
282823
শুভ কবি লিখেছেন : জাতি হিসাবে এ বড়ই লজ্জার :( Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File