মনুষ্যত্ব তুমি কোথায়????
লিখেছেন লিখেছেন শুভ কবি ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:২৭:৩১ দুপুর
কয়েকদিন আগে ফেসবুকের টাইমলাইনে দেখেছিলাম জাপানিদের এদেশে এসে রাস্তার ময়লা পরিস্কার করতে। আর আমাদের দেশের কিছু উদ্ভট জনগণ ব্যস্ত ছিল ক্যামেরা নিয়ে তাদের ছবি তুলতে। হাউ ফানি
গত পরশু চট্টগ্রামে আগ্রাবাদের রাস্তায় এক প্রতিবন্ধী মা যখন রাস্তায় প্রসব বেদনায় ছটফট করছে ঠিক তখনই একদল উদ্ভট জনগণ হাজির যারা সেই মায়ের কাছে না গিয়ে ব্যস্ত মায়ের লজ্জাস্থান ধারনে। এবং দুর্ভাগ্য এখানেই যে তাদের সেই ক্যামেরার সামনেই প্রতিবন্ধী মা জন্ম দেন এক মেয়ে শিশুর।
বাবা-মায়ের কোন ক্লাসিফিকেশান হয়না। একটাই পরিচয় তারা বাবা-মা।
আমাদের মনুষ্যত্ব আজ কোথায় গিয়ে ঠেকেছে যে একজন মা(হোক সে প্রতিবন্ধী মা) কিভাবে সন্তান দেন সেটাও ছবি তুলে রাখতে হয়
মা-কে নগ্ন দেখতে ও প্রকাশ করতে আমাদের একটুও বুকে বাধেনা।
এই উদ্ভট লোকেরাই রাজনদের ঘাম খাইয়ে মারে আর সেই দৃশ্য ধারন করে।
এরাই "রাহুল" হয় যারা প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে চড়-থাপ্পড় দিয়ে অনলাইনে প্রচার করে।
আর এদের বদান্যতাতেই অনলাইনে ভাল কিছু সার্চ করতে গেলেও বেড়িয়ে আসে তাদের কদর্য কান্ড
ইতি টানছি সরল পদ্যেঃ
তার প্রতিবাদহীন প্রাকৃতিক নগ্নতা
বন্দী করে এখন সাংবাদিক,ঝুলন্ত ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার
ফিরে যাচ্ছে পত্রিকার বিভিন্ন পাতায়
অসহায়,সেই মুখ আজ নিরব-বাকহীন ফ্যালফ্যাল চোখে কেবল তাকিয়ে
তবুও আগের মতন আর বলছে না, বলবে না;
‘আমি কিছুতেই ছবি তুলবো না,তুলতে দিবনা............…’
যেন তার সমস্ত লজ্জার ভার এখন আমার।
কেবল আমার
বিষয়: বিবিধ
২০২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনুষত্ব কোথাও যায় নি। আমাদের মাঝেই আছে। তবে পাশবিকতা তার উপর জয়ী হয়েছে। ( যদিও পশুরা এসব করে না)
কোরাআনের ভাষায় 'বালহুম আদ্বাল' আমরা পশুর চেয়েও অধম।
ধন্যবাদ আপনার পোষ্টের জন্য। তবে আশার কিছু দেখি না।
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই!
আমার কন্ঠ মুক্ত তবে আমি তথাকথিত "মুক্তমনা" নই ভাই। মুক্তভাবে চিন্তা করতে ভালবাসি তবে সেটা ঐশি জ্ঞানের আলোকে।
এতটা বে-লাজ হতে পারে কোন জাতি !!!!
ওরা এখন এটা ভালভাবে করতে আসবে শিনজোর কথাতে তাদের মাথা যদি সত্যিই হেট হয়ে থাকে।
খুব সুন্দর ভাবে আমাদের গর্ভিত জাতীর বর্তমান কর্মকান্ড তুলে ধরার জন্য
ভবিষ্যতে মনে হয় এর থেকেও বেশী কিছু হতে পারে !
অনেক ধন্যবাদ
পৃথিবীটা যেন ভিডিওময় হয়ে গেছে ভাই। মানবতা উধাও।
মন্তব্য করতে লগইন করুন