ভ্যাট রস

লিখেছেন লিখেছেন শুভ কবি ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫১:৫৫ দুপুর



গতকাল সরকারের শিক্ষার উপর ৭.৫% আরোপিত ভ্যাটের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। বিনিময়ে এদেশের প্রথা অনুযায়ী তাদের বরণ করতে হয়েছে গুলি। যাই হোক, আন্দোলন করে এসে এক শিক্ষার্থী "ভ্যাটম্যান" হিসাবে পরিচিত পাওয়া অর্থমন্ত্রী আবুল মালকে ফোন দিয়েছে..... পুরুং পুরুং পুরুং....

মাল সাহেব ফোন রিসিভ করলেন। এবার সেই শিক্ষার্থী গায়ক আসিফের "ও পাষাণী" গানের আদলে বলতে শুরু করল,

এই বুকে গুলি খেয়ে ছিদ্র হইছে মন

ছিদ্র বুকে ভ্যাট দিয়ে জ্বালালে আগুন

আমি নিঃস্ব হলাম,টাকা পয়সা হারালাম

পড়া লেখা করে কি পেলাম????

ও মাল বলে যাও ভ্যাট কেন বসালে?

কেন বাপের পকেট থেকে এত টাকা খসালে???

স্বপ্ন আমার ভেঙ্গে গেল হায়

তোমারই ভ্যাটের টাকায়

সেই হারানো প্রথা তুমি

দাও ফিরিয়ে আমায়........।

এসব শুনে পরিস্থিতি ভালনা দেখে মাল সাহেব তাকে সিলটি ভাষায় বললঃ

রাইতকু ফন খরিও আমার মুবাইলো রে বন্ধু আ,

রাইতকু ফন খরিও আমার মুবাইলো,

আমি লিমাইয়া ঘরর লাইট,

কইমু ভ্যাটের কারণ আমি গো

ঐ রাবিশ বুলি আর বোগাস কতা কইমুনারে বন্ধু আ

রাইতকু ফন করিও আমার মুবাইলো. .......।

অতপর সেই শিক্ষার্থী এক বুক আশা নিয়ে মাল সাহেবের কথা শুনতে রাত্রী বেলা ফোন করিল। ফোন ধরিয়া মাল সাহেব কহিলেন,ভ্যাট ছাড়া শিক্ষা ব্যবস্থা একটা বোগাস শিক্ষা ব্যবস্থা আর যারা এর জন্য আন্দোলন করে গুলি খায় তারা রাবিশ।

বিদ্রঃ সম্পূর্ণই বিনোদনের জন্য। তাই ইহাকে বাস্তবের সহিত মিলাইলে লেখক দায়ি নহে Winking

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340852
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
282266
শুভ কবি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
340866
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১২
282647
শুভ কবি লিখেছেন : জাজাকাল্লাহ Happy
340940
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৬
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১২
282648
শুভ কবি লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File