বাতিলের হুঙ্কারে যারা আজ হতাশ তাদের জন্যে

লিখেছেন লিখেছেন বিপ্লবী ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৪৩:২৮ দুপুর







দেশকে রক্ষার জন্যে ১৬ কোটি মানুষের আওয়ামীলীগের বিরুদ্ধে একটা বিজয় খুবই জুরুরী হয়ে পড়েছে

কিন্তু দেশের মানুষের এমন কোন কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্চে না যা দেশের মানুষকে আশান্বিত করতে পারে!!!এহেন পরিস্থিতিতে দেশের সাধারন মানুষ থেকে সুরু করে অনেক শিক্ষিতরা, রাজনৈতিক নেতা কর্মীরাও হতাশ হয়ে পড়েছে যে সরকারের পরিবর্তনের কোন সম্ভবনা নাই সুতরাং সরকারের দালালী বা সরকারী দলের গুন্ডা পাণ্ডাদের সাথে নিজেকে লেলিয়ে দিতে সুরু করেছে যা আমি দেশে গিয়ে বাস্তবে বি এন পীর টাকায় বিক্রি হওয়ার মত নেতারা প্রায় ৬০% সশরীরে আওয়ামীলীগের হিতাকাংখি সেজে কোন কোন ক্ষেত্রে জামায়াতের নেতা কর্মীদের সাথেও ঝগড়া তর্ক করে আওয়ামীলীগের মত জঘন্য দানবদের সস্তা অনুকম্পা পেতে ব্যতিব্যাস্ত এই সকলনির্বোধদের বলতে চাই......মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরানে বলেছেন।

﴿ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً ۖ وَكَذَٰلِكَ يَفْعَلُونَ﴾

জালিমরা যখন খমতায় আসে বা কোন দেশে ঢুকে পড়ে তখন দেশ বিপর্যস্ত করে এবং সেখানকার মর্যাদাশালীদের লাঞ্ছিত করে। সুরা নাহল -৩৪ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঢেকুরের বিরুদ্ধে সমচিত জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ্‌।

আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন

﴿إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ﴾

যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম - নিপীড়ন চালিয়েছে , তারপর তা থেকে তওবা করেনি , নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বলন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হবে। সুরা বুরুজ-১০

আজ যারা জামায়াতের নেতা কর্মীদের উপর আওয়ামীলিগের জুলুম নির্যাতনে দূর থেকে সান্তির ঢেকুর তুলছেন আপনারা আপনাদের বিবেক খাটিয়ে আল্লাহর কোরানের এই আয়াতটি বারংবার পড়ে নিবেন যদিও আপনাদের বিবেক বুদ্ধি খুবই অপ্রতুল্য। এবং আরও মনে রাখবেন আল্লাহর যখন পাকড়াও করবেন তখন কিন্তু ১৬ কোটি মানুষের বিজয় আসবেই।

﴿إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ﴾

আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত৷ সুরা বুরুজ-১২

আল্লাহ ফেরাউনকে পাকড়াও করেছিলেন সময় মত শুধু মুছাই না সকল জালিমকে পাকড়াও করে বারংবার বলেছিলেন দুনিয়াতে দৃষ্টান্ত রেখেগেছেন । আজ যারা আওয়ামীলীগের জুলুম অত্যাচারে হতাশ আপনারা আল্লাহর উপর তাওয়াক্কাল করুন দেখবেন হাসিনার মত খড়কুটা খুব সহজেই ভেসে যাবে আল্লাহ পাকড়াও সুরু করলে।

আল্লাহ মাজলুম ও মুমিনদের জন্যে রেখেছেন

﴿إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ﴾

যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা৷ এটিই বড় সাফল্য৷

সুতরাং আজ যারা নির্যাতিত লাঞ্ছিত জুলুমের স্বীকার তাদের জন্যে সাফল্য অপেক্ষা করছে আর দুর্ভাগ্যত তাদের জন্যে যারা ভীত হয়ে জাহিলিতকে বেছে নিয়েছে জালিমদেরকে বন্ধু হিসাবে গ্রহন করেছে!!

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File