চোখের পানি মিশ্রিত দোয়া ছাড়া তোমাকে বিদায় বেলা দেওয়ার কিছু নাই
লিখেছেন লিখেছেন বিপ্লবী ০৫ নভেম্বর, ২০১৪, ০১:২৭:৫৮ দুপুর
আমি অসহায় নির্বাক হতবিম্ব নির্যাতিত মনোবেদনায় কাতর এক অজানা অন্ত্রিকার প্রতিশোধ স্পৃহার আগুনে সর্বদা জ্বলছি আর তোমার মুখোপানে চেয়ে বোবাকান্নায় ভেঙে পড়ছি। কে দেবে আমায় সান্তনা কে দেবে অনুপেরনা আর শক্তিমান সাহস যা পাচ্ছি তাহল যে আন্দোলনের জন্যে আমরা আজ নির্যাতিত ব্যতীত অসহায় সেই আন্দোলন যে নবি রাসুল সাঃ ও সাহাবা রাঃরা করেছেন তারাও আমাদের মতই বাতিল শক্তির কাছে এমন অসহনীয় জন্ত্রনা সহ্য করেছেন শহিদী মৃত্যুর জন্যে রাত দিন কাফেরের বিরুদ্ধে ঈমান দিপ্তচেতনা নিয়ে তৎপর থেকেছে তুমি ঠিক যেন তাদেরই মত। এটাই আমাদর সান্তনা পরম পাওয়া। আল্লাহ তোমাকে জান্নাতের স্থায়িবাসিন্দা হিসাবে কবুল করুক আমিন।
বিষয়: বিবিধ
২৮১৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল থাকবেন ভাইয়া
পরাক্রমশালী মহান আল্লাহর কাছে বিনীত আর্জি...... জালিমের মসনদ ভেংগে দাও! তোমার জমিনে তোমার আইন বাস্তবায়নে নিবেদিত মুমিনদের সহায় হও!!
কিন্তু কামারুজ্জামান এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তার অপরাধ এই দেশের মানুষ কে আল্লাহর আইনে পরিচালিত করার চেষ্টা করা, তার অপরাধ একটি শোষনমুক্ত সমাজ উপহার দেয়ার জন্য আজীবন সংগ্রাম করা।
আর এই অপরাধে আজ তিনি জালিমের অন্ধ কারাগারে ফাঁসির অপেক্ষায় অপেক্ষমান, ইসলামী আন্দোলনের ইতিহাসে জালিমের কাছে মজলুমের প্রাণ ভিক্ষা চাওয়ার ইতিহাস নাই।
কামারুজ্জামান হচ্ছেন বাংলাদেশের বদিউজ্জামান নুরসী। জালিম হাসিনা সরকারের কাছে তার প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই উঠে না।
'একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নয়, ইসলামিক আদর্শিক রাজনীতি করার কারণে সরকার ফাঁসির রায় দিয়েছে।
তোমরা আমার এই আদর্শের পথে অটল থাকবে। এটিকে টিকিয়ে রাখতে সর্বদা কাজ করবে। ইনশাআল্লাহ, আমার এই আদর্শ একদিন এদেশের মাটিতে বিজয়ী হবেই, হবে।'
মুহাম্মদ কামারুজ্জমানান............।
'একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নয়, ইসলামিক আদর্শিক রাজনীতি করার কারণে সরকার ফাঁসির রায় দিয়েছে।
তোমরা আমার এই আদর্শের পথে অটল থাকবে। এটিকে টিকিয়ে রাখতে সর্বদা কাজ করবে। ইনশাআল্লাহ, আমার এই আদর্শ একদিন এদেশের মাটিতে বিজয়ী হবেই, হবে।'
মুহাম্মদ কামারুজ্জমানান............।
ধন্যবাদ ফাখরুল ভাইয়া
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
মন্তব্য করতে লগইন করুন