মামাতো বোন ও গতবছরের শীতের সকাল
লিখেছেন লিখেছেন শুভ কবি ০৯ নভেম্বর, ২০১৫, ১১:১৫:১৪ রাত
আমার মামাতো বোন,মেহেরু। ক্লাস এইটে পড়ে।গ্রামে থাকে এবং গ্রামীণ জীবনেই অভ্যস্থ
আমরা তখন ঢাকা থেকে গ্রামে গিয়েছি,মেহেরু আমাদের সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে চেষ্টা করছে।কিন্তু ফলাফল যা করার তাই করে ভাষার গুবলেট পাকাচ্ছে
আমার ছোট বোনকে নিয়ে বাগান দেখতে গিয়ে জঙ্গলের মত একটি জায়গা দেখিয়ে মেহেরু বলে উঠল,"ঐখানে যেওনা ঐখানে যেওনা ,ঐখানে হাপ আছে"
মানে সাপ আছে ^^
বাইরে ঘুরতে বেরিয়ে রিক্সাওয়ালাকে ডেকে বলছে,"এই রিক্সাওলা যাবে,যাবে গঙ্গাধারপট্টির বুগালে"
অর্থাৎ গঙ্গাধারপট্টির নিকটে
তো সেবার ছিল শীতকাল। সকালবেলা ভাপা পিঠা নিয়ে গল্প করছিলাম। কথার প্রাক্কালে বললাম, রাজশাহীতে এই ভাপা পিঠাকে ধুপি বলে।
মেহেরুও এই ধুপি শব্দের সাথে নতুন পরিচিত হল এবং শব্দটি মনে মনে আওড়ালো
পরদিন, মেহেরু আমার আম্মাকে ডেকে বলতেছে," ধুপি ধুপি, ফুপি খাব"
মানে গতকালের কথা তাড়াহুড়ায় ওর কাছে এই ধুপি হয়ে গেছে ফুপি
যাই হোক, শীত এসে গেছে। ব্লগের ধুপিদের কাছে ফুপির আবদার জানাচ্ছি
আন্ডারটেকেনঃ মেহেরুর মত আমার এখানেও ধুপির জায়গায় ফুপি বসবে
বিষয়: বিবিধ
২৯৪৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফুপিদের ই যদি খান তবে ধূপি পইবেন কেমনে???
অনেক দিন পর এলেন ঝুলি নিয়ে!
ছবিটিতে কি উনি আপনার বোন? ছবিটি না দিলেও লিখাটির মহাত্ন্য শতভাগ বজায় থাকবে ! শুধু শুধু মেয়েদের ছবি টেনে এনে ঝুলিয়ে রেখে কি লাভ তাই না?
মনে করিয়ে দিলেন ভাপা পিঠার মৌসুম এসেছে সে কথা! শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন