পিলখানায় জাতির তরে হারিয়ে যাওয়া ৫৭ জন সূর্যসন্তান

লিখেছেন লিখেছেন শুভ কবি ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩৪:৪৮ দুপুর

আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকারবুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার……………

আজ সেই ভয়াল ২৫ ফেব্রুয়ারী …পেরিয়ে গেছে দীর্ঘ সাতটি বছর।বাংলাদেশ হারিয়েছিল তার সূর্যসন্তানদের।স্বজনদের কান্না কিন্তু এখনও থামেনি…………

২৫ শে ফেব্রুয়ারি এই দিনে ঢাকার পিলখানায় ঘটে নারকিয় হত্যাকাণ্ড। জাতি হারায় ৫৭ জন সেনা অফিসারকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোথাও এক সাথে এত জন সেনা অফিসারকে হত্যা করা হয়।





নিচে দেয়া হল জাতির তরে প্রাণ দেয়া সেই সব ভাইদের নাম। সাথে রইল তাদের পরিবারের প্রতি হৃদয় নিংড়ানো সমবেদনাঃ

০১ মেজর জেনারেল শাকিল আহমেদ

০২ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন

০৩/ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী

০৪/ কর্নেল মো. মজিবুল হক

০৫/ কর্নেল মো. আনিস উজ জামান

০৬/ কর্নেল মোহাম্মদ মসীউর রহমান

০৭/ কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক

০৮/ কর্নেল মোহাম্মদ আখতার হোসেন

০৯/ কর্নেল মো. রেজাউল কবীর

১০/ কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ

১১/ কর্নেল কাজী এমদাদুল হক

১২/ কর্নেল বিএম জাহিদ হোসেন

১৩/ কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ

১৪/ কর্নেল মো. নকিবুর রহমান

১৫/ কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন

১৬/ কর্নেল গুলজার উদ্দিন আহমেদ

১৭/ কর্নেল মো. শওকত ইমাম

১৮/ কর্নেল মো. এমদাদুল ইসলাম

১৯/ কর্নেল মো. আফতাবুল ইসলাম

২০/ লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন

২১/ লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম

২২/ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান

২৩/ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ নিয়ামতউলাহ

২৪/ লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা

২৫/ লেফটেন্যান্ট কর্নেল এলাহী মন্জুর চৌধুরী

২৬/ লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক

২৭/ লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব কাইসার

২৮/ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম

২৯/ লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান

৩০/ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান

৩১/ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান

৩২/ মেজর মো. মকবুল হোসেন

৩৩/ মেজর মো. আব্দুস সালাম খান

৩৪/ মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ

৩৫/ মেজর কাজী মোছাদ্দেক হোসেন

৩৬/ মেজর আহমেদ আজিজুল হাকিম

৩৭/ মেজর মোহাম্মদ সালেহ

৩৮/ মেজর কাজী আশরাফ হোসেন

৩৯/ মেজর মাহমুদ হাসান

৪০/ মেজর মুস্তাক মাহমুদ

৪১/ মেজর মাহমুদুল হাসান

৪২/ মেজর হুমায়ুন হায়দার

৪৩/ মেজর মোঃ আজহারুল ইসলাম

৪৪/ মেজর মো. হুমায়ুন কবীর সরকার

৪৫/ মেজর মোঃ খালিদ হোসেন

৪৬/ মেজর মাহবুবুর রহমান

৪৭/ মেজর মিজানুর রহমান

৪৮/ মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম

৪৯/ মেজর এস এম মামুনুর রহমান

৫০/ মেজর মোঃ রফিকুল ইসলাম

৫১/ মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল

৫২/ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর

৫৩/ মেজর মুহাম্মদ মোশারফ হোসেন

৫৪/ মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার

৫৫/ মোস্তফা আসাদুজ্জামান

৫৬/ মেজর তানভীর হায়দার নূর

৫৭/ ক্যাপ্টেন মোঃ মাজহারুল হায়দার





বিষয়: বিবিধ

১৪২১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360466
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File