হরেক রকম ইফতার বিলাস ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৫:২২ দুপুর
রমজান এলে মুসলিমদের মাঝে উৎসব আমেজের কমতি থাকে না। বিভিন্ন ইবাদাতের আমেজ, যেমন- নামায, রোযা, সাহরি, ইফতার, তেলাওয়াত, শবে ক্বদর, ইতেকাফ ইত্যাদি। কিছু বেহুদা কাজের আমেজ, যেমন ঈদকে কেন্দ্র করে শপিংমলে ঠেলাঠেলি, পকেট মারা, শবে ক্বদরকে ঘিরে হালুয়া রুটি, আতশবাজি ইত্যাদি।
তাছাড়া প্রতি রমজানেই কিছু বিতর্কিত বিষয় ইবাদাতে বিঘ্ন সৃষ্টি করে, যেমন ৮ রাকাত নাকি ২০ রাকাত, প্রতি চার রাকাত পর পর মুনাজাত, চার রাকাত পর পর সমস্বরে কি একটি দোয়া জানি হৈ হৈ করে পড়া, সারা বিশ্বে একই দিন রমজার ও ইদ নিয়ে বিতর্ক। আরো কত বিতর্কের যে জন্ম হয়। মনটাই এলোমেলো হয়ে যায়।
আমার মনটা এখন অনেকটাই এলোমেলা, তাই এখানে কিছু এলোমেলো ইফতারের ছবি দিলাম।
বিলাসি ইফতার
মধ্যবিত্তদের ইফতার
নিম্নবিত্তদের ইফতার
বিত্তবান আরবদের ইফতার
সৌখিন আরবদের ইফতার
প্রবাসীদের জন্য আরবদের দান করা ইফতার
বাংলার গ্রামের মসজিদের ইফতার
বাংলার শহুরে মসজিদের ইফতার
তাবলীগী ইফতার
রকরফের ভিন্ন হতে পারে, যাস্ট আমার আইডিয়ায় গুগলথেকে সংগ্রহ করা।
বিষয়: বিবিধ
১৯৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোষ্ট ভালো লেগেছে। পোস্টে কিছু ম্যাসেজও আছে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে।
হুমম, ভাল লাগল। তবে নিম্নবিত্তদের ইফতার ছবিটি মনে হয় শুধু নিম্নবিত্তদের ইফতার না। যাহক ছুবি গুলো খুব লোভনীয়, আমার তো খেতে ইচ্ছে করছে....
খেতে ইচ্ছে করলে ডাইরেক্ট দোকানে.......
আর মাত্র ৮ মাস ১৪ দিন পরেই আসবে ইন শা আল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন