১৪৩৭-ইসলামী নববর্ষঃ হাসবেন? না কাদবেন? নাকি অন্য কিছু?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৬ অক্টোবর, ২০১৫, ০১:৫৬:১০ দুপুর
নববর্ষ এলে এই দুনিয়ার অধিকাংশ মানুষ এক ধরণের মানসিক উন্মত্ততায় ও আবেগাক্রান্ততায় ভোগেন।
যারা আল্লাহ, মুহাম্মদ (স) ও ইসলামে বিশ্বাস করেন তারাও কম বেশী তা দ্বারা আক্রান্ত বা প্রভাবিত হন। কারণ, অনেকেই জানি না এ বিষয়ের আমাদের প্রিয় নবী (স) ও তাঁর সাহাবায়ে কেরামের কি আমল বা সংস্কৃতি ছিলো।
রাসূলুল্লাহ (স) শুধু মাত্র রমাদান মাসের চাঁদ দেখলে একটা বিশেষ দোয়া পড়তেন। তবে, অন্য কোন উৎসব বা শুভেচ্ছা বিনিময় করতেন না। সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন।
হাফিয ইবনে হাজার আসক্বালানী (র) বুখারীর সনদের মত সহীহ সনদে এই মাওকুফ হাদীসটি বর্ণনা করেছেন (আল-ইসাবাহ ২/৩৭৮৭) নতুন বছর বা মাস এলে সাহাবায়ে কেরাম কোর আন যেভাবে শিখতেন সেভাবে এই দোয়া শিখতেন (করতেন)-
اًلَّلهُمَّ أَدْخِلْهُ عَلَيْناَ بِالأَمْنِ وَالإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ وَجَوَارٍ مِنَ الشَّيْطاَنِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ
এর মানে হলোঃ
ও আল্লাহ! এই মাসকে (বা বছরকে) আমাদের কাছে নিয়ে আসো নিরাপত্তা ও ইমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে, শয়তানের কাছ থেকে দূরত্ব রেখে ও দয়াবানের সন্তুষ্টি নিয়ে।
আসুন, আমরা এই দোয়ার চর্চা করি। সাহাবায়ে কেরামের এই সুন্নান ছড়িয়ে দেই আমাদের সকল ভাই-বোনের কাছে।
এই হলো হাদীসের বাণীঃ
عن ابن وهب قال: كان أصحاب رسول الله صلى الله عليه وسلم يتعلمون الدعاء كما يتعلمون القرآن إذا دخل الشهر أو السنة : اًلَّلهُمَّ أَدْخِلْهُ عَلَيْناَ بِالأَمْنِ وَالإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ وَجَوَارٍ مِنَ الشَّيْطاَنِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ
وهذا موقوف على شرط الصحيح. ا.هـ من كتاب الإصابة للحافظ ابن حجر ج2ص3787
বিষয়: বিবিধ
২৪৯৫ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো
ও আল্লাহ! এই মাসকে (বা বছরকে) আমাদের কাছে নিয়ে আসো নিরাপত্তা ও ইমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে, শয়তানের কাছ থেকে দূরত্ব রেখে ও দয়াবানের সন্তুষ্টি নিয়ে।
লিটুয়ারা
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই অপি বাইদান এত নিক
জাজাকাল্লাহ খাইরান ।
ধন্যবাদ
اًلَّلهُمَّ أَدْخِلْهُ عَلَيْناَ بِالأَمْنِ وَالإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ وَجَوَارٍ مِنَ الشَّيْطاَنِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ
ও আল্লাহ! এই মাসকে (বা বছরকে) আমাদের কাছে নিয়ে আসো নিরাপত্তা ও ইমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে, শয়তানের কাছ থেকে দূরত্ব রেখে ও দয়াবানের সন্তুষ্টি নিয়ে।
আসুন, আমরা এই দোয়ার চর্চা করি। সাহাবায়ে কেরামের এই সুন্নান ছড়িয়ে দেই আমাদের সকল ভাই-বোনের কাছে।
জাযাকাল্লাহ
যথার্থ বলেছেন, সহমত,
যাউগ্যা আপনার ঘুম ভেঙ্গে যাওয়াতে আমরা নতুন এক্কান দোয়া দরুদ শিখতে পেলুম। হিজরী নববর্ষ উপলক্ষে মুজাদ্দেদে আখেরে জমান হযরত গঞ্জেষ্কর সাহেবের মারেফতী বয়ানাতের মাঝে জায়গা মতোন এক্কান হাক্বিকতি জ্ঞান স্মরণ করিয়ে দেয়ার জন্য সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিলাম ওস্তাদ!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জাযাকাল্লাহ খাইর
দারুন বিষয়টি লিখে দারনু কাজ করেছেন। অনেকে ইংরেজী নববর্ষ পালনকে হারাম মনে করে কিন্তু আরবী বছরকে সেলিব্রেট করাটাকে কর্তব্য মনে করে।কিন্তু বিষয়টা একই। জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন