ছেলেদের জন্য ‘হুর’, মেয়েদের জন্য কি ?
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১০ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৩:৩৩ বিকাল
তাহনিয়া ইসলাম খান লিখেছেনঃ
ছোট থেকেই জান্নাতের বর্ননা শুনার সময় হুরের কথাই আগে শুনতাম। জান্নাতি ছেলেরা নাকি একটা, দুইটা না, সত্তুরটা হুর পাবে। বেশীরভাগ মেয়েরা তাই মনের কষ্টে হোক বা আগ্রহ থেকেই হোক, একটা প্রশ্ন করেই ফেলে, ‘আমরা মেয়েরা তাহলে জান্নাতে কি পাবো?’
আমার নিজের মনেও এই প্রশ্ন উকি দিয়েছে অনেকবার। প্রায় অনেকেই এ ব্যাপারে জিজ্ঞেসও করে। ইন শা আল্লাহ্, আশা করি আমার এই লেখা উপরের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করতে পারে।
মাসিক যাইতূনের এই লেখাটায় উত্তর দিয়েছেন তাহনিয়া।
এই লিঙ্কে চাপ দিয়ে বিস্তারিত পড়ুন
বিষয়: সাহিত্য
৩৯৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সূরা ক্বফ-এ বলা হয়েছে
লাহুম মা ইয়াশা-উনা ফী-হা ওয়া লাদাইনা মাঝী-দ
৩৫.) সেখানে তাদের জন্য যা চাইবে তাই থাকবে। আর আমার কাছে আরো কিছু অতিরিক্ত জিনিসও থাকবে।
সূতরাং মেযেদের জন্য (যা চাইবে তাই থাকবে) সত্তুর বা আরো অনেক বেশী হুর(অনুরূপ) থাকা সম্ভব
আবার (যা চাইবে) যদি অতি মর্যাদাবান স্বামীতেই খুশী থাকে এবং অল্য কিছু না চায় তবে সেটাও হবে
যদি বলা হতো “মেয়েদের জন্যও সত্তুরটা হূর থাকবে” তবে অনেক মেয়েই তা হয়তো পছন্দ করবেনা
কারণ -“অতি মর্যাদাবান স্বামীতেই খুশী থাকা”- এটাই মেয়েদের ফিতরাত (ব্যতিক্রম উপেক্ষিত)
কিন্তু পুরুষের ফিতরাত তেমন নয় (দুঃখিত, এটা আমার পর্যবেক্ষণ)
আল্লাহতায়ালাই ভালো জানেন
আপনার জানা থাকলে শেয়ার করবেন
পবিত্র ক্বুরআনে আল্লাহ পাক হুরদের আয়তলোচনা চক্ষুর অধিকারী বলেছেন । যাদেরকে মানুষ ও জ্বিন কখনও স্পর্শ করে নি বলেছেন । এবং তাদের সাথে সেখানে বিবাহ করিয়ে দেবার কথাও বলেছেন (সম্ভবত সূরা আর রা'হমান) ।
আমার কথা হল :
আমাদের প্রিয় নবী মু'হাম্মাদ (সাঃ) তাহলে ৭০ জন হুর (নারী) পাবেন আর উনার প্রত্যেক স্ত্রী উনারাও একেক জন ৭০ জন করে হুর(পুরুষ) পাবেন । যদি নবীজীর ৭ জন স্ত্রী থাকে তাহলে নবীজীর ৭০ জন স্ত্রী হুর এর পাশাপাশি উনার ৭ জন স্ত্রীর মোট ৪৯০ জন পুরুষ হুর থাকবে ।
নবীজীর সাথে ঐ ৭০ জন স্ত্রী হুরের বিয়ে দিয়ে দেওয়া হবে , সাথে উনার স্ত্রীদের প্রতিজনের সাথে ৭০ জন পুরুষ হুরকেও বিয়ে দিয়ে দেওয়া হবে ।
অথচ দুনিয়াতে শুধু পুরুষদেরকেই একাধিক স্ত্রী গ্রহনের কথা আল্লাহ বলেছেন , মহিলাদের কথা বলেন নি ।
*************************************************************
আপনি যে লিংক দিলেন সেটাতে ১ জন কমেন্ট করেছে এবং সে ক্লিয়ার হয় নি ।
আপনার পোস্ট সর্বাধিক পঠিত কিন্তু কমেন্ট মাত্র ২ টা । তার মানে সবাই আগ্রহ নিয়ে পোস্টে ঢুকলেও মন্তব্য রেখে যেতে পারে নি । কারণ তারাও ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট নয় ।
মন্তব্য করতে লগইন করুন