বউয়ের কথা না শুনে ঠকেছি। ঠকিত চালাক আমি !!!

লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ১৩ অক্টোবর, ২০১৫, ০৯:০৯:৩৯ রাত

বউকে আমি মহাজ্ঞানী মনে করি না। তাই, তাঁর সকল আদেশ, নিষেধ, পরামর্শকে আমি শিরোধার্য্য মনে করি নি কোন দিন। (তাঁর কিছু কথা কিন্তু আমি চোখ বুঝে শুনি)।

কিন্তু আজ এই মধ্য বয়েসে এসে স্বীকার করি- আমার স্ত্রীর কিছু কথা আমলে নেওয়া বিশেষ দরকার ছিলো।

আমি জানতাম- উনার কথা মূল্যবান। কিন্তু আমার রসনা ও জিহবা আমাকে উত্তাল ঢেউয়ের মত অন্যদিকে টেনে নিয়ে গিয়েছে।

বউ বলতেন- রয়ে সয়ে খাও। আহ ! চোখ ও জিহবা তো আসলেই অপ্রতিরোধ্য অংগ। গায়ে 'যুত' থাকতে অন্তত রসনা বিলাসের ব্যাপারে তারা তো বাধ মানে না।

এক সময় বন্যার মত গিলেছেন তিনি। আর এখন খরার মত উপোস।

বউ কিছু বলেন নি। তবে, আমার স্বীকার করতে 'লজ্জা' নেই- বউয়ের কথা না শুনে আমি ঠকেছি। ঠকে চালাক আমি !!

(বউ সমাজ নিশ্চয় এই লেখা পড়ে পুলকিত হবেন!! এবং মন্তব্য নিঃপ্রয়োজন)

বিষয়: সাহিত্য

২৭৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345550
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৪০
286747
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : শুকরিয়া।
345564
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না খেয়ে বেঁচে থেকে কি লাভ?????????????
১৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৪১
286748
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : কথা খারাপ বলেন নি। তবে, এখন বাচার জন্যে খাই, এক সময় ছিলো- খাওয়ার জন্যে বাচা।
345584
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আলহামদুলিল্লাহ...
এখনো ঠকাঠকির পর্ব আসেনি, দেদারসে গিলছি!!
খানার মজলিসে পূর্বপুরুষের নামরক্ষায় এখনো স্মরণীয় হয়ে আছি!!
১৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৪৩
286749
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সাবধানের মার নেই রে ভাই। ভুগে সতর্ক হওয়ার চেয়ে সতর্ক থেক বা ভোগাটাই বুদ্ধিমানের কাজ। আমি ভাই এতো টুকু বুদ্ধিমান ছিলাম না।
345628
১৪ অক্টোবর ২০১৫ সকাল ১১:২২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওস্তাদ! আপনি বৌয়ের কথা না শুনিয়া ঠকিয়াছেন! আমি কিন্তু হেতিনির কথা শুনিয়া ঠকি নাই, মাগার কথা ধরিয়া ঠকিয়াছি!
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২৪
286916
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Rolling on the Floor
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২৫
286917
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Rolling on the Floor
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২৫
286918
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Rolling on the Floor
346374
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : সেজন্যই মনে হয়,ঘরে যাদের একটু মেপে জোকে খেতে হয় তারা বাহিরে সুযোগ পেলে দু’তিন বেলারটা একসাথে খাওয়ার চেষ্টা করেন। :P
১৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
287468
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File