$$$ হ্যালো $$$
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ অক্টোবর, ২০১৫, ০৮:৫৯:৪৩ রাত
হ্যালো
তুমি আবার বলো
ভয়-শংকা দুরুদুরু গলে"ভালো আছি"
সেই সে দিন ফিরে এলো।
-
যেদিন, তোমার কন্ঠ-সুরের মুর্ছনায়
ঝংকৃত হলো তনু-মনে
বাগিছায় মোর ফুলরা হাসে
আমি হাসি তব গুন্জরনে।
-
কেমনে ভুলি প্রিয়া সেই মধুদিন
যেদিন প্রেমের শুরু
দখল করে নিই ভালবাসা দিয়ে
তোমার হৃদয় পুরো।
-
বারে বারে তুমি কম্পিত হৃদে
মোবাইলের পানে চাহি
কাটিয়েছ বেলা উতলা হয়ে
আমায় পাবার লাহি।
-
হ্যালো
তুমি কেমন আছ বন্ধু আমায় বলো
স্মৃতির পাতার সেই সুখদিন
আজকে আবার এলো।
বিষয়: সাহিত্য
১২০৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আপনার ভাবীকে নিয়ে লেখা।
ধন্যবাদ
ধন্যবাদ।
হ্যালো হ্যালো হ্যালো
লাইনটা কেটে গেলো।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন