উবাই চরিত্র
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ মে, ২০১৮, ১২:২৬:৫৮ দুপুর
পায়ের দিকে দৃষ্টি যাদের কেমনে চিনে মাথার তাজ?
দু'চার আনায় ফতোয়া মারে নেইকো তাদের শরম লাজ।
-
আলখেল্লাতে তাকওয়া খুঁজে মনের মাঝে হিংসা দ্বেষ
আব্দুল্লাহ বিন উবাই তারা চরিত্রতে মিলন বেশ।
-
হারাম দিয়ে পেটটা পুরে দাত খেলিয়ে কথার বাণ
ছদকা জাকাত দান খয়রাতে জুড়ায় তাদের মন ও প্রাণ।
-
মাত্র হাজার টাকা মারে তহবিল হলেও মাদ্রাসার
মদ জুয়াড়ি বন্ধু তাদের বেশভূষাতে চেনাই ভার।
-
ইমানদারি ঠিক থাকে না বিপদ আপদ,লালসায়
দোয়া দরুদ খতম পড়ে জুলুমবাজের জলসায়।
-
বিচার দিনে হিসাব দেবেন কেউ পাবে না একটু ছাড়
ভয় করে যাও তাঁর ধরাকে কাহহার আরেক নাম যে তাঁর।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন