বাংলাদেশীদের চন্দ্রবিন্দু ( ঁ) ব্যবহারের সমস্যা।

লিখেছেন লিখেছেন আবূসামীহা ১৩ অক্টোবর, ২০১৫, ০৮:৩৬:৩৯ রাত

অনেককেই দেখি ফেইসবুক বা ব্লগ লেখার সময় চন্দ্রবিন্দুর অপব্যবহার করেন। চন্দ্রবিন্দুটা আসলে “ন” এর অসম্পূর্ণ উচ্চারণ। এটার ভুল ব্যবহারের কারণে অর্থ যে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে সে ব্যাপারে অনেকের কোন খেয়ালই নেই। কেউ কেউ প্রয়োজনীয় চন্দ্রবিন্দু ব্যবহার করেন না; আবার কেউ কেউ অপ্রয়োজনীয় চন্দ্রবিন্দু ব্যবহার করে যা বুঝাতে চেয়েছেন তার থেকে ভিন্ন কিছু লিখে ফেলেছেন। আসুন দেখি কিছু শব্দ যেগুলোর অপব্যবহার প্রায়ই লক্ষ্য করা যায়।

গাধা = একটা ভারবাহী প্রাণী

গাঁধা = এরকম কোন শব্দ বাংলায় নাই

গা= শরীর

গাঁ= গ্রাম

গাও= গেয়ে শোনাও, যেমন “গান গাও”।

গাঁও = গ্রাম, জনবসতি

কাদা = পানি এবং মাটির মিশ্রন

কাঁদা = কান্না করা

গোড়া = মূল বা শিকড়

গোঁড়া = অপরিবর্তনীয় মানসিকতার অধিকারী

গোরা = ফর্সা/সাদা

গোঁরা = এ রকম কোন শব্দ নেই।

দাড়ি = পুরুষের মুখে গজানো চুল বা শ্মশ্রু

দাঁড়ি = বাংলা যতি চিহ্ন (।), যা একটা সম্পুর্ণ বাক্যের শেষে ব্যবহৃত হয়।

গাথা = কাহিনী/গীতিকবিতা/কাব্য, যেমন কীর্তিগাথা

গাঁথা = বুনা, যেমন মালা গাঁথা

বধূ/বধূয়া = বউ/স্ত্রী

বঁধু/বঁধুয়া = বন্ধু /প্রেমিক/প্রিয়তম [আঙিনার মাঝে বঁধুয়া / ভিজিছে পরাণ]

ফোটা = প্রস্ফুটিত হওয়া, যেমন ফুল ফোটে।

ফোঁটা = বিন্দু, যেমন পানির ফোঁটা

কাটা = কেটে ফেলা, ধারালো কিছু দিয়ে দাগ দিয়ে দেয়া।

কাঁটা = কন্টক, যেমন খেজুর কাঁটা।

কারো এ রকম আরো শব্দ ব্যবহার নজরে পড়লে যোগ করতে পারেন।

Winking

ফেইসবুক কমেন্ট থেকে

চাদ = একটা দেশের নাম

চাঁদ = চন্দ্র/পৃথিবীর উপগ্রহ।

বাঁধা = বন্ধন করা/ বাইন্ধা ফেলা।

বাধা = বাধাপ্রাপ্ত হওয়া / অন্তরায়/ প্রতিবন্ধক/ বিঘ্ন।

খা = গলধঃকরণ করা

খাঁ = খান এর সংক্ষিপ্তরূপ।

বিষয়: বিবিধ

৪১৬৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345553
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:০২
অপি বাইদান লিখেছেন : আল্যা, আঁল্যা
১৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৩৩
286745
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ও ওঁ ঔ ঔঁ
১৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৩৯
286746
অপি বাইদান লিখেছেন : আঁরে হাঁবিবুল্লাহ ভাই নাকি, কেমন আছেন??
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৫০
286771
আবূসামীহা লিখেছেন : আঁসলে হঁবে ওঁপি বাঁইদাঁন।
345554
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:০৭
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ প্রয়োজনীয় বিষয় আলোচনার জন্য৷ এ ছাড়া অক্ষরের ব্যবহারেও অনেক ত্রুটি লক্ষ্য করা যায়৷ যেমন অনেকে 'যায়'এর বদলে যাই লেখে বরুই(কুল)বড়ই লেখে৷'লোক' এর বদলে লুক লেখে৷আবারও ধন্যবাদ৷
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৩
286763
আবূসামীহা লিখেছেন : ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি যে বিষয়টা নজরে এনেছেন সেটিও গুরুত্বপূর্ণ। Good Luck
345558
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:২২
নাবিক লিখেছেন : কাদা এবং কাঁদা নিয়ে আমার প্রায়ই ঝামেলা হতো, সুন্দর পোস্টটির জন্য ধন্যবাদ।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৪
286764
আবূসামীহা লিখেছেন : অনেককেই দেখেছি কাদাকে কাঁদা লিখতে। Happy
অনেক ধন্যপবাদ আপনাকে।
345560
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনিতে চট্টগ্রামের মানুষের উচ্চারন এ সমস্যা!! তার উপর যদি চন্দ্রবিন্দু নিয়া বেশি টানাটানি করি তবে নিজেই বিন্দু বিন্দু হয়ে যাব!!!
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৫
286765
আবূসামীহা লিখেছেন : চাটগাঁর মানুষ এমনিতেই চন্দ্রবিন্দু উচ্চারণ করে, দরকার ছাড়াই। Winking
345562
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:৩২
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৬
286766
আবূসামীহা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Good Luck
345580
১৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৪
আবু জান্নাত লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পড়লাম শিখলাম, লেখালেখিতে সচেতন হওয়া যাবে। যদি মনে থাকে।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৬
286767
আবূসামীহা লিখেছেন : মনে রাখার চেষ্টা করলেই মনে থাকবে।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
345585
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কাবুলিওয়ালার "হাঁতি"র কথা মনে পড়ে গেল!!



মানসিক রোগী কত বিচিত্র রকমের হতে পারে তা ১নং মন্তব্য দেখে টের পাওয়া যায়!!
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৮
286768
আবূসামীহা লিখেছেন : নোয়াখালী আর চাটগাঁর লোকেরা অহেতুক চন্দ্রবিন্দু যোগ করে "হাঁতি"ই বলে। ঃ(
মানসিক রোগীর আসলেই অভাব নেই দুনিয়াতে।
জাজাকাল্লাহু খায়র।
345590
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

শিক্ষনীয় এবং সচেতনতামূলক পোস্টের জন্য শুকরিয়া!

আপনার মাধ্যমে "স্বপরিবার" - থেকে সপরিবার সমস্যা মুক্ত হয়েছিলাম সেই ঘটনা স্মরণ করে এখনো প্রীত হই!

জাযাকাল্লাহু খাইর!
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৯
286769
আবূসামীহা লিখেছেন : ওয়া আলায়কুম আস-সালাম ওয়া-রহমাতুল্লাহ।
শুকরিয়া আপনারও প্রাপ্য। ওয়া জাজাকিল্লাহু খায়র।
345612
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৪৯
286770
আবূসামীহা লিখেছেন : জাজাকাল্লাহু খায়র।
১০
345658
১৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৪৩
মোস্তাফিজুর রহমান লিখেছেন : প্রয়োজনীয় পোস্ট। ধন্যবাদ আপনাকে।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৫
286849
আবূসামীহা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File