এখন জঙ্গিদের গডফাদাররাই দায় স্বীকারের কাজটা করছেন।

লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ০৫ নভেম্বর, ২০১৫, ০৪:৩৫:৩৬ বিকাল

১- আইএস দায় স্বীকার করেছে

২- আনসারুল্লা বাংলা টিম দায় স্বীকার করেছে

৩- জঙ্গিরা দায় স্বীকার করেছে

একতরফা ভাবেই আলকায়দা, আনসারুল্লা, জঙ্গিদের 'দায় স্বীকারের' খবর প্রচার করা শুরু করছে 'প্রগতীশীল' সংবাদপত্র। এই ধারা অব্যাহত থাকলে কিছুদিন পর নতজানু অন্যান্য সংবাদপত্রগুলোও এই 'হুদাই' দায় স্বীকারের সংবাদচর্চা শুরু করবে।

এতদিন সরাসরি জঙ্গিদের ওয়েওবসাইটের উদ্ধৃতি দিয়ে দায় স্বীকারের সংবাদ করা হত। আর এখন হচ্ছে SITE (সাইট) নামক একটি ইহুদি মালিকানাধীন ওয়েবসাইটের সূত্র ব্যবহার করে। পরিচয় হিসেবে বলা হচ্ছে তারা জঙ্গি তৎপরতা নিয়ে অনলাইনে কাজ করে!

বাহ! কী দারুন গেইম!!

-তারা জঙ্গি কার্যক্রম নিয়ে অনলাইনে কাজ করে তাই তদের সূত্রই স্বয়ং এখন 'জঙ্গি মুখপাত্রের' ভূমিকা পালন করছে!! আর সেই স্বীকারোক্তি গুলো এখন বিশ্ববাসীর সামনে প্রচার করছে পশ্চিম থেকে পূর্বের তাবৎ 'প্রগতীশীল' মিডিয়া!

কোন জঙ্গি ওয়েবসাইট নয়,

জঙ্গি মুখপাত্রের পত্র নয়,

নয় কোন অডিও-ভিডিও বার্তা,...!!

এবার 'দায় স্বীকার' ক্ষমতা ইহুদিদের হাতে!

পৃথিবীর যেকোন প্রান্তে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা মাধ্যমে গুপ্ত হামলার যোগ্যতা তো আগেই অর্জিত হয়েছে, এবার দায় স্বীকারের যোগ্যতাও...!

আহা জঙ্গি দমনের নামে বিশ্ব চষে বেড়াতে এখন আর আইএস, তালেবান, আলকায়দা কিছুই অর্গানাইজ করা লাগেনা।

আইএস দমনের নামে রাশিয়ার মত উটকো ঝামেলা কমিয়ে আনার জন্য সকল লাগাম নিজেদের হাতে রাখাই তো ভালো!

তাইনা?

পাশ্চাত্যের গৃহপালিত স্বৈরাচারী শাসক গোষ্ঠীগুলো তো বহু আগে থেকেই নিজ নিজ দেশের আদালত, প্রশাসন, শাসনতন্ত্র, সংবাদপত্রের যথেচ্ছ ব্যবহারের মডেল দেখিয়ে দিয়েছে! 'মানবাধিকার আমেরিকাও' দাঁড়ি-টুপি-মুসলিম নামের উসিলায় মানবাধিকারের সংজ্ঞা নবায়ন করেছে! মিশরে নবায়ন হয়েছে আরব বসন্তের ঝড়ে আসা তাহরির স্কয়ারের গনতন্ত্রও!

বহুদিন ধরে একই ঝামেলা পোহাতে কে চায়?

তথাকথিত প্রগতীশীলতাকে যাস্ট 'শুট এন্ড আউটের' উপযোগী করে, বিরোধী মত দমনের আর কত বাকী পাঞ্জেরী?

এবার বুকটা আরেকটু টান করুন না জাহাপনা! শুধু এটাই যথেষ্ট 'পছন্দ হয়নি তাই দুনিয়া থেকে পার করে দিলেন'!

খালাস!

বিষয়: বিবিধ

১৪১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348573
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
289657
রাহমান বিপ্লব লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
348581
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দায় স্বিকার করে কিন্তু দায়ি কে তো আর পাওয়া যায়না!!
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
289658
রাহমান বিপ্লব লিখেছেন : আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যুদ্ধে এদেশে প্রভাবশালী র সেটা হতে দেবেনা।
348591
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : দেরীতে হলেও একদিন আসল অপরাধী জানা যাবে৷ এন লাঠির ভয়ে সকলে চুপ৷
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
289659
রাহমান বিপ্লব লিখেছেন : অবশ্যই। একদিন সব প্রকাশিত হবে।
348611
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
হতভাগা লিখেছেন : ইহুদীদের সময় ঘনিয়ে আসছে
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
289660
রাহমান বিপ্লব লিখেছেন : ইনশাল্লাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File