'আদিবাসী কারা' ?
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ০১ আগস্ট, ২০১৫, ০৪:৩৯:৩৯ বিকাল
না। এই প্রশ্নের যতগুলো ঘাট আছে, তা নিয়ে বসার কোন প্রয়োজন নেই! এমনকি কোন ব্যাক্তিত্ব কোন পক্ষে গেল, তাও জানাটা জরুরি নয়!
এমনকি ঘোড়া ডিঙ্গিয়ে যারা ঘাস খেতে চায় তাদেরও তা খেতে দিন! কারন সবার শেষে সকলের চেহারাই আয়নার মত পরিষ্কার হয়ে ধরা দেয়!
আমি শুধু স্বাধীন দেশ বনাম জাতীসংঘের মতপার্থক্য এবং সেক্ষেত্রে স্বার্বভৌম-দেশীয় নাগরিকের অবস্থান বিষয়ে কিছু বলতে চাই!
আমাদের দেশে অনেকেই এই সাধারন প্রশ্নটির জবাবে অসাধারন ভঙ্গিতে জাতীসংঘের দিকে আঙ্গুল দেখান!
অথচ, জাতী থেকে জাতী-সংঘ হয়! আমি একটা স্বার্বভৌম দেশের নাগরিক হিসেবে আগে আমি আমার সংবিধানের জ্ঞান ও তার যুক্তিগুলো জানাতে চাইব।
কারন, এই সংবিধানের আলোকেই আমি জাতীসংঘের মাধ্যমে বৈশ্বিক কর্মকান্ডে যুক্ত হই।
কারন, সংবিধান অস্বীকার করলে খোদ জাতীসংঘও আমাকে অস্বীকার করে!
আপনি কি সংবিধান ডিঙ্গিয়ে জাতীসংঘকে মান্যবর ভাবতে পারি? একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এ কেমন যুক্তি মশাই? উন্নত বহু দেশ জাতীসংঘের বহু ঘোষণার সাথে দ্বিমত পোষণ করেন! সেটা জাতীসংঘ থেকেও স্বীকৃত!
অথচ, সেই স্বীকৃতিদাতা আপনারাই, সবসময় দেশের কাছে অযৌক্তিক এমন একটি স্পর্শকাতর বিষয়কে শুধু জাতীসংঘ দিয়ে বৈধ করতে চান কিকরে?
-জানেন কি বিশ্বের সবচেয়ে বড় অবৈধ রাষ্ট্র ইজরাইল এর ব্যাপারে জাতীসংঘ অকার্যকর?
কেন? তা জানেন?
কারন জাতীসংঘের নিজের কোন চোখ নেই। দাতা গোষ্ঠীর চোখে সে পথ দেখে! এখন দাতাগোষ্ঠী গুলো তাদের চিরোচারিত স্বভাবে কোন দেশে একটা ঝামেলা পাকিয়ে স্বার্থ রক্ষা করতে চাইলে স্বাভাবিক ভাবে, ঐ জাতীসংঘকে ব্যবহার করবে!
উপরন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্রান্ত এই 'আদিবাসী' ইস্যু খোদ স্বার্বভৌমত্বকে দ্বিখন্ডের আশংকাময়!
আর আপনিও কতটা দেশাত্মকে ধারন করেন, আর কতটা দেশদ্রোহীতা লালন করেন তাও প্রমাণ হয় এই সকল কন্ট্রাডিক্ট অবস্থায় এসে!! কারন আপনি চাইলেও সত্যিকার অর্থে 'সর্বহারা'- রেডইন্ডিয়ানদের প্রশ্নে 'স্বার্বভৌমত্ব' এনে দিতে পারবেন না! কারন, ঠিক তখনই জাতীসংঘ তার দৃষ্টিশক্তি হারাবে! প্রতিনিয়ত যেমন হারায় ইজরাইল প্রশ্নে!
তাই জাতীসংঘের দৃষ্টিভঙ্গি এবং তার দৃষ্টিশক্তির প্রতি অন্ধ আস্থাশীল হওয়াটাই অযৌক্তিক! আরও আশংকার বিষয়, পথ দেখানোর নামে কোন অন্ধের ঘাড়ে শিক্ষানবিসের হাত তুলে দেয়া!
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন