ভালোবাসা চাই
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০১ আগস্ট, ২০১৫, ০৪:৩৮:৪৩ বিকাল
তোমাদের ভালোবাসা চাই,
তাই বলে কারো ভালোবাসা কমিয়ে দিয়ো না!
প্রিয় বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন
অথবা গোপন প্রেমিক প্রিয়জন
দয়া করে কারো রিপ্লেস করো না!
আমি ঠিক এদের মতো হতে পারবো না!
তোমাদের ভালোবাসা চাই,
তাই বলে ভালোবাসার চৌহদ্দী কমিয়ে দিয়ো না!
এলোমেলো বেডরুম, কোল-বালিশ, নিজস্ব ডাইরীর কথা
অথবা একান্ত দুপুরে প্রিয় গানের প্রিয় ব্যথা
এভাবেও আমি নিশ্চয়ই ম্যাচ করি না!
আমি ঠিক ওরকম বস্তু/অবস্তু হতে পারবো না!
তোমাদের ভালোবাসা চাই,
তাই বলে আমাকে দেখে পালিয়ো না!
ভালোবাসা নাও, হারিয়ে যেয়ো না!
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন