রচনা লিখুন ।
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ২৫ এপ্রিল, ২০১৫, ০৫:১০:৫৫ সকাল
ক্লাশের সবাইকে রচনা লিখতে বললেন শিক্ষক। ছাত্র-ছাত্রীরা রচনা লিখে খাতা জমা দিল। কেউ গরু, কেউ কুকুর, কেউ পাট, কেউবা বিদ্যালয় নিয়ে রচনা লিখেছে। এক ছেলে লিখেছে কুমির নিয়ে।
অন্য রকম বিষয় দেখে শিক্ষক নড়েচড়ে উঠলেন। ছেলেটা লিখেছে : কুমিরের চোখ, কান, নাক, মুখ আর ধারালো দাঁত আছে। আর আছে ইয়া লম্বা একটা লেজ। সেই লেজে আছে খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা….. ….. ….. !!! বাকী যতটুকু লিখেছে শুধু খাঁজকাটা দিয়ে ভরা !!!
শিক্ষক হুংকার দিয়ে বললেন, এত খাঁজকাটা লিখেছ কেন? ছেলেটার জবাব, লম্বা লেজে অনেক খাঁজকাটা তো তাই। শিক্ষক বললেন, কাল গরু রচনা লিখে আনবি।
পরদিন ২০ পৃষ্ঠার গরু রচনা পড়ে তো স্যার অবাক। সে লিখেছে, গরু গৃহপালিত প্রাণী ও শান্ত স্বভাবের। গরুটা নদীর ধারে পানি খেতে গিয়েছিল। একটা কুমির তাকে খেয়ে ফেলল। সেই কুমিরের চোখ, মুখ, কান, দাঁত আর ইয়া লম্বা একটা লেজ ছিল। সেই লেজে খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা….. ….. ….. !!!
.
শিক্ষক পৃষ্ঠা উল্টান আর খাঁজকাটা দেখতে পান। পৃষ্ঠা উল্টান আর খাঁজকাটা দেখতে পান। শিক্ষক রেগে গিয়ে বললেন, হতভাগা, এসব কী লিখেছিস? ছেলেটি বলল, স্যার বড় লেজে তো বেশি খাঁজ !!!
.
শিক্ষক বললেন, কাল আমাদের বাড়ি রচনা লিখে আনবি। পরদিন লিখেছে, আমাদের বাড়ি নদীর পাশে। একবার প্রবল বন্যায় আমাদের বাড়িতে কোমর সমান পানি উঠল। আর পানিতে ভেসে এল একটা কুমির। সেই কুমিরের চোখ, মুখ, কান, দাঁত আর ছিল ইয়া লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা… … … … … !!!
.
শিক্ষক স্তব্ধ হলেন।
এই ছেলেকে যা লিখতে দেওয়া হয়, সবই কুমিরের লেজের খাঁজকাটা দিয়ে ভরা। এবার এমন রচনা লিখতে দেব, যেন কুমির না আনতে পারে। তিনি বললেন, এই পণ্ডিত, কাল ‘পলাশীর যুদ্ধ’ রচনা লিখে আনবি। পরদিন ছাত্রটি ‘পলাশীর যুদ্ধ’ লিখে এনে স্যারকে দিল।
.
স্যার উৎসাহ নিয়ে পড়তে লাগলেন_১৭৫৭ সালে বিখ্যাত পলাশীর যুদ্ধ হয়। নবাবের সৈন্য বেশি হলেও সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হন। নবাব জানতেন, মীর জাফর বিশ্বাসঘাতক। তার পরও তাঁকে সেনাপতির দায়িত্বে বহাল রেখে খাল কেটে কুমির এনেছিলেন। সেই কুমিরের ছিল চোখ, মুখ, কান, দাঁত আর ছিল ইয়া লম্বা একটা লেজ। সেই লেজে ছিল খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা… … … … … … !!!
আমাদের দেশের মন্ত্রী থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী সবারই আছে এই খাঁজকাটা রোগ !! তাদেরকে
যে রচনাই লিখতে দেয়া হোক না কেন সেটা জামাত-শিবির-জঙ্গি দিয়ে শেষ করবে !!!
( Collected )
বিষয়: বিবিধ
১৬৩৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংগালী আসলেই বুদ্ধিমান প্রানী! শুকরিয়া!
গাজাতে ইসরায়েলি বাহিনীর হামলাতে খালেদার মদদ আছে বলে অনেকে মনে করেন।
আর গাজাতে খালেদার মদদ ছাড়া ইসরায়েলি বাহিনীর হামলা হতেই পারে না !!! এটা সম্ভব না শুধু স্বপ্ন দোষের দেশে
মন্তব্য করতে লগইন করুন