"বিডি টুডে" কি এ্যাডমিন বলতে কিছু নেই?

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৩ জুলাই, ২০১৫, ০৬:৪৮:৪৯ সন্ধ্যা

আসসালামু আলাইকুম।

বিগত কয়েকদিন যাবত ফখরুল ইসলাম নামে একজন ব্লগার নিয়মিতভাবে এমন কিছু পোষ্ট দিয়ে যাচ্ছে যা খুবই অনাকাংখিত। নিম্নের পোষ্টটি তারই প্রমান।

http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/6617

এ ব্লগার ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় গাজাখুরী বিষয়ে নিয়ে অন্যদের বিরুদ্ধে লিখে যাচ্ছে। কিন্তু দু"খজনক হলেও সত্যযে, ব্লগ কতৃপক্ষ এ ব্যপারে কোন ভুমিকাই রাখেনি যেটি এ্যাডমিন কতৃক দেয়া নিম্মলিখিত ব্লগ নীতিমালারও পরিপন্থি।

এ ধরনের ব্লগারদের ব্লগ নীতিমালা বিরোধী কাজের বিরুদ্ধে যদি কতৃপক্ষ কোন এ্যাকশন নিতে অপরাগতা প্রকাশ করেন তাহলে, আমরা ধরে নেবো এ ব্লগ সুস্থ সাংস্কৃতিক চর্চার মিলন মেলা নয়।

আশা করি বিডি টুডে কতৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

ব্লগের উল্লেখযোগ্য নীতিমালাগুলো নিম্নে দেয়া হল:

১। যে কোন দরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেষ্ট প্রথম পাতায় না দেওয়ার অনুরোধ করছি। অন্যথায় সরিয়ে দেওয়া হবে ।

৪। যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে ।

৫। যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ , হয়রানিমূলক , কুৎসা রটনামূলক , অশ্লীলতা , কুরুচিপূর্ণ , আপত্তিকর , গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে তাহলে মডারেশানের আওতায় আনা হবে।

৬। বাংলাদেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , ইতিহাস , ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে , বিরুদ্ধাচারণ করে , অসম্মান করে তাহলে পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে ।

৭। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোন প্রচারনা, ভৌগলিক অখন্ডতা বিরোধী যে কোন পোষ্ট কঠোর হস্তে নিয়ন্ত্রন করা হবে।

১০। কোন হত্যাকান্ডকে সমর্থন করা, ধর্মীয় অনুভূতিকে আঘাত করা, নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের পক্ষে-বিপক্ষে প্রচারনা চালানো হলে পোষ্ট কোন নোটিশ ছাড়াই মুছে দেয়া হবে এবং সংশ্লিষ্ট ব্লগারের ব্লগীং সুবিধা বাতিল করা হবে।

১৪। সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে দেওয়া পোষ্ট সরিয়ে দেওয়া হবে।

১৬। ভিন্ন দল ও মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। গালাগালিপূর্ণ পোষ্ট বা মন্তব্য বিনা নোটিশে মুছে দেওয়া হবে।

বিষয়: বিবিধ

২১৩৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328459
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
আবু জারীর লিখেছেন : ঐ লোকের গাজাখুড়ি লেখা এবং একজন নাস্তিকের একাধিক নিক থেকে বাজে কথা কিভাবে এই ব্লগে স্থান পায় তা আমারও মাথায় ঢুকেনা। ওগুলো ভিন্ন মত না। ওদের লেখাগুলো কুৎসা এবং ভিন্ন মতের হ্যারাজম্যান্ট। আশা করি সম্পাদক মণ্ডলী স্বচেতন হবেন।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৩
270754
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি লোকটাকে পজেটিভলী অনেক কমেন্টস করেছি। কিন্তু তার লিখা পোষ্টগুলো প্রতিহিঙসা ছাড়া কিছুই মনে হয়নি। লিখাগুলো এতই আক্রমনাত্মক যে, চোখে পড়ার মত। ধন্যবাদ আপনাকে। মডুদেরকে ্ও ধন্যবাদ।
328460
০৩ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
ইসলামী দুনিয়া লিখেছেন : লেখাটি সরিয়ে ফেলা হয়েছে।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৪
270755
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি মনে করি এ ব্লগারের আর ্ও কিছু লিখা আছে যা ব্লগের নীতিমালা বিরোধী এবং সেগুলো ্ও মুছে দেয়া উচিত।
328466
০৩ জুলাই ২০১৫ রাত ০৮:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঐ ব্যক্তিটি অনেক দিন থেকে গাজাখুড়ি পোস্ট দিয়ে যাচ্ছে। ব্লগ কতৃপক্ষ আশা করি বিষয়টি দেখবেন।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৫
270756
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি এড়িয়ে গিয়েছি। কিন্তু ঐদ্যত্তর একটা সীমা থাকা দরকার। ধন্যবাদ আপনাদের মন্তব্যর জন্য।
328470
০৩ জুলাই ২০১৫ রাত ১০:০৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : তার লেখাটি যেহেতু মুছে দিয়েছে তার মানে আ্যাডমিন আছে এবং দেখেছে , ধন্যবাদ আপনাকে , ধন্যবাদ আ্যাডমিন কে
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৫
270757
প্রবাসী মজুমদার লিখেছেন : মডুদের ধন্যবাদ। আপনাকে ও ধন্যবাদ মন্তব্য দিয়ে সমর্থন করার জন্য।
328477
০৩ জুলাই ২০১৫ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনি একাধিক বার অ্যাডমিন দের হুমকি ও দিয়েছেন!
এরকম বিরক্তিকর দের এড়িয়ে যাওয়াই উত্তম।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৬
270758
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব মানুষগুলো হিংসার পাহাড়। এদেরকে এড়িয়ে চলাই উত্তম। ধন্যবাদ আপনাকে।
328480
০৩ জুলাই ২০১৫ রাত ১১:২৫
সেলিম উদ্দিন৭২১ লিখেছেন : ভাইরা, ফখরুল সাহেব ভুলে গেছেন ইবলিস টার চেয়েও জ্ঞানী ছিল। ইবলিশের পরিনাম কি সবাই তা জানে। সুতরাং অধৈয্য হবেননা।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৭
270759
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলতে কি। মানুষ এতটুক হিংসাত্মক হলে চলেনা। ধন্যবাদ।
328484
০৩ জুলাই ২০১৫ রাত ১১:৪৯
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : এডমিনরা নানা রুল বলেছেন, আক্রমণাত্তক কোন লিখা লিখি না করার ইঙ্গিতও দিয়েছেন। কিন্তু এর পরও অনেকেই লিখেই যাচ্ছেন কিন্তু এডমিন কোন পদক্ষেপই নিচ্ছে না। আশা করি এডমিন প্যানেল আপনারা ভাল করে সাজিয়ে সুন্দর - গঠন মুলক ব্লগ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
ধন্যবাদ।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:২৯
270760
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি জানি যে, এডমিন এর দ্বারা এ ধরনের আয়হীন একটা ব্লগ চালানো অনেক ব্যপার। তবুও আমাদের কে সাহিত্য চর্চা করার জন্য তাদের এ ত্যাগকে শ্রদ্ধা করি। জনবলের স্বল্পতা্ও বিরাট একটা বিষয়। যাক, এডমিনকে ধন্যবাদ বিষয়টির গুরুত্ব দেয়ার জন্য। আমরা এসব প্রতিহিঙসা মুলক লিখা থেকে বিরত থাকা উচিত।
328490
০৪ জুলাই ২০১৫ রাত ১২:৪৩
কুয়েত থেকে লিখেছেন : ফকরুল সাহেব অনেক ক্ষেত্রে দালালীই করে যাচ্ছেন। আওয়ামীলীগে দুসকৃতি কারি লম্পটেরা ছাড়া কোন ভাল মানুষ আছে বলে মনেই হয়না । লেখাটি ভালোই লাগলো আপনাকে ধন্যবাদ
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩০
270761
প্রবাসী মজুমদার লিখেছেন : লোকটা বেশী এগ্রেসিভ হয়ে গেছে। এমনটি মনে করতামনা। ধন্যবাদ সবাইকে।
328494
০৪ জুলাই ২০১৫ রাত ০১:৩১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ
আমিও একবার বলেিাছলাম কিন্তু কেহ কান দেয়নি
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩০
270762
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ মন্তব্য দিয়ে সমর্থন করার জন্য।
১০
328496
০৪ জুলাই ২০১৫ রাত ০১:৪২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওর চুলকানি বেশি, কলকাতা হারবাল ফখরুলকে এক ডোজ খাওয়াই দিতে হবে. অনেক ধন্যবাদ..
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩০
270763
প্রবাসী মজুমদার লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
১১
328511
০৪ জুলাই ২০১৫ রাত ০৩:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমি মনে করি এই ধরনের অসুস্থমানসিকতার লোকদের লিখা না পড়া উত্তম, আমরা যদি পড়ি ও মন্তব্য করি, তাহলে সে বরং উৎসাহিত হবে। ধন্যবাদ আপনাকে।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩২
270765
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি ও তাই মনে করি। এসব লিখা বয়কট করাই উত্তম। কিছু লিখলে লিখক উতসাহ পায় । মনে করে তার লিখা কাজ হচ্ছে। ধন্যবাদ।
১২
328514
০৪ জুলাই ২০১৫ রাত ০৩:৪৬
রক্তলাল লিখেছেন : ওদের মত বিস্টাদের থাকতে এবং লিখতে দেয়া উচিৎ যেন তারা স্বমহিমায় নিজের গুনেই সকলের কাছে তাদের পরিচয় তুলে দিতে পারে।

ওরা অধম তারা নিজেরা প্রকাশ না করলে উত্তমরা কেমনে বুঝবে তারা উত্তম পন্থ অবলম্বন করে আছে।


অন্ধকার না থাকলে আলোর প্রয়োজন বুঝা যায়না।

ফখরুল, নীলাঞ্জনাদের নিজের চরিত্র তুলে ধরতে দিন।
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৩
270766
প্রবাসী মজুমদার লিখেছেন : একজন ব্যক্তির প্রতিটি পোষ্ট যদি এমন হিংসাত্মক হয়, তাহলে এসব বয়কট করাই উত্তম। ধন্যবাদ।
১৩
328519
০৪ জুলাই ২০১৫ রাত ০৪:১৪
ছালসাবিল লিখেছেন : সে একজন ওহাবি, ব্রেলভি Smug
০৪ জুলাই ২০১৫ সকাল ০৬:৩৪
270768
প্রবাসী মজুমদার লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের কোরানের অনুসারী হবার তৌফিক দান করুন। আমীন।
১৪
328541
০৪ জুলাই ২০১৫ দুপুর ০১:৪৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মায়েল্লা খাসলতের হাফ লেডিস গাবাছু গর্দভডার ব্যাপারে মুইও খানিকডা বেরুক্ত। হেতার না আছে কুনো লাজ শরম, না আছে কুনো আক্কেলজ্ঞান! অপরাধী সন্তানের জন্মদাতাকে গণধোলাইয়ের হাত থেকে রক্ষার চেষ্টা না করে আড়ালে লুকিয়ে থেকে নিজে রক্ষা পাওয়ায় মনের খুশিতে আত্মতৃপ্তিতে ধুর্ত শিয়ালের মতো হুক্কা হুয়া চিল্লা চিল্লী করেই বলতে থাকে জন্মদাতা পিতা তারে জন্ম দিয়ে যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ব করছে জনতার হাতে ধরা খেয়ে, আর সে পালিয়ে রক্ষা পাওয়ায় মনের খুশীতে চিল্লাচ্ছে!!!
এই হাফ লেডিস গাবাছুডার ব্যাপারে মুই কিছুদিন পূর্বে এক্কান কমেন্ড করেছিলুম একজন বন্ধুর অনুরোধ। আন্নেরে আঁর ইয়ানে আওনের দাওয়াত দিলুম
১৫
328546
০৪ জুলাই ২০১৫ দুপুর ০২:২৫
আহমদ মুসা লিখেছেন : মনে হয় লেখাটি সরিয়ে ফেরা হয়েছে। আমি খোজে পেলাম না।
১৬
328561
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫২
খান জুলহাস লিখেছেন : ওকে ফখরুল ইসলাম নয় ফখরুশ শয়তান নামে ডাকা উচিৎ। ধন্যবাদ
১৭
328576
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তার দাবি তার গুরু লোকমান বিন ইউসুপ যিনি IIUC এর সাবেক শিবির সভাপতি। আমি তার সাথেও এর আগে ফেসবুকে অনেকবার ডিবেটে গিয়েছি। পর্দা, নারী-পুরুষের মেলামেশা ইত্যাদি বিষয়ে লোকটার চিন্তাধারা খুবই জঘন্য যা কিনা ফখরুল সাহেব ব্লগে ইমপোর্ট করছেন। এই ২ব্যক্তি সম্পর্কেই সচেতন হওয়া উচিত।
১৮
330184
১৬ জুলাই ২০১৫ সকাল ০৬:২৮
টাংসু ফকীর লিখেছেন : এই ব্লগের এডমিন হইল একটা হিজড়া৤
১৯
334177
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এডমিন আছে... তবে জেগে নেই! আমরা আজাইরা কয়েকজন এখানে জেগে চটরপটর করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File