ধিক্কার!!!!!!!! প্রবাসী মজুমদার
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৮ অক্টোবর, ২০১৯, ০৬:০৫:৫৮ সন্ধ্যা
ধিক্কার নিজেকে, নিজের শিক্ষাকে,
সমাজকে, সমাজের অথর্ব শিক্ষিতদের,
রাজনীতিকে, রাজনীতির নামে হিজড়াদের।
ধিক্কার জাতির বিবেককে,
বিবেকের তাড়নায় তুষ্ট হিংস্র অনুভুতিকে,
আত্মহত্যা করা মানবতাকে,
নীরব দর্শক নামের নিকৃষ্ট মানসিকতার স্বাধীনতার চেতনাধারীদের।
ধিক্কার সন্ত্রাসের গডফাদারকে,
গডফাদারের কারখানায় তৈরী হওয়া দেশপ্রেমিক নামের জাহেলদেরকে।
ধিক্কার জাহেলদের নাতি পুতিদের, অন্ধ অনুসারীদের,
ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম ব্যবসায়ীদের।
ধিক্কার বাংলাদেশের স্বার্থপর ক্ষমতালোভী,
শ্রেষ্ঠ মিথ্যুক নামের ব্যক্তিত্বহীন শিক্ষিতদের।
তোদের উপর অভিশম্পাত দিচ্ছে
সন্তান হারা মা আর্তনাদের মাধ্যমে
স্বামী হারা স্ত্রীর বুকফাটা কান্নায়
পিতা হারা সন্তানের নিস্পাপ চোখের অশ্রুতে।
ধিক তোদের, তোদের নেতৃত্বকে,
তোদের রাজনৈতিক অন্ধত্বকে
তোদের ভেতর বাস করা পশুত্বকে।
বিষয়: বিবিধ
৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন