গল্প: চোর
লিখেছেন লিখেছেন আমির হোসেন ১৭ জুন, ২০১৪, ০৯:৪৪:৪২ রাত
রবিন ছোট এক কম্পিউটার ব্যবসায়ী। নরসিংদী সরকারি কলেজের পিছনে একটি দোকান ভাড়া নিয়ে কম্পিউটারের টাইপের কাজ করে। দিনে দুই তিনশত টাকার কাজ করে। এ থেকে দোকান খরচ বাদে যা আয় হয় তা দিয়ে কোন মতে তার সংসার পরিচালনা করেন। তার সংসারে স্ত্রী, এক কন্যা ও এক ছেলে আছে। তাদেরকে নিয়ে সে ব্রাহ্মন্দীতে বাসা ভাড়া করে থাকে।
আজ সকাল বেলা দোকান খোলার কিছুক্ষণ পর রবিন দোকান ছেড়ে বাথরুমে প্রস্রাব করতে যায়। বাথরুম থেকে এসে রবিন দেখে এক চোর তার দোকান থেকে ইন্টারনেট মডেমটি নিয়ে বের হচ্ছে। রবিনকে দেখে চোর জীবন বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করে দৌঁড়ে পালাচ্ছে। রবিনও সাথে সাথে চোর… চোর… বলে চোরের পিছে দৌঁড়াচ্ছে কিন্তু রবিন আর চোরের নাগাল পেল না। চোর এক গলি থেকে অন্য গলিতে ঢুকে চলে যায়। আশে পাশের অসংখ্য দোকানদার ও রাস্তার পাশের বাড়ির ছেলে-মেয়ে, নারী-পুরুষ সবাই তাকিয়ে এ দৃশ্য দেখছে কিন্তু কেউ চোরকে ধরার জন্য এগিয়ে আসছে না। এ যেন সিনেমার কোন দৃশ্য! তখন রবিন নিরূপায় হয়ে দোকানে চলে আসে।
রচনাকাল- জুলাই-২০১৩ইং
বিষয়: সাহিত্য
১৩৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন