বিদায় ২০১৪
লিখেছেন লিখেছেন আমির হোসেন ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩৫:৪৬ সন্ধ্যা
অন্যান্য দিনের মতো আজকের দিনটিও বিদায় নিবে কিন্তু ইংরেজি দিনপঞ্জী অনুযায়ী এদিনটির বৈশিষ্ট্য অন্যরকম। কেননা আজকের দিনটি বিদায় নেয়ার সঙ্গে আমরা নতুন একটি বছরে পা রাখব। বিদায় নিবে ২০১৪ সাল। আগমন ঘটবে ২০১৫ সালের। নতুন বছরকে বরণ করতে ব্যস্ত বিশ্ববাসী। পুরাতনকে বিদায় এবং নতুন বছরকে বরণ করা একটি সহজাত নিয়ম। তবুও আমরা প্রত্যাশা করি ২০১৪ সালের সব জরাজীর্ণ ও ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছর সবার জন্য বয়ে নিয়ে আসুক সুখকর ও শান্তির বার্তা। সাফল্যে ভরে উঠুক সবার জীবন।
প্রিয় পাঠক পাঠিকা আমার শুভেচ্ছা নিবেন। গত ৩১-০৫-২০১৪ থেকে টুডে ব্লগের সাথে আছি। চলার পথে সহলেখক হিসেবে আপনাদের সাথে আমার লেখা শেয়ার করছি। আপনাদের লেখায় মন্তব্য করেছি। মন্তব্য করতে গিয়ে কারো কারো লেখার কড়া সমালোচনাও করেছি। এতে করে যদি কারো মনে আঘাত লেগে খাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর দোয়া করবেন যেন আগামী বছর আপনাদেরকে আরো ভাল ভাল লেখা উপহার দিতে পারি।
সবাইকে ২০১৫ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন