আওয়ামী বিনুদুনঃ জিয়াউর রহমান বাই চান্স মুক্তিযোদ্ধা! ; হুইপ শহিদুজ্জামান সরকার

লিখেছেন লিখেছেন নানা ভাই ২২ জুন, ২০১৪, ০৪:০৩:৫৬ বিকাল



বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়। যদি তিনি মুক্তিযোদ্ধা হন তাহলে সে ছিলো বাই চান্স মুক্তিযোদ্ধা। বাই চান্স মুক্তিযোদ্ধা আর বাই চয়েজ মুক্তিযোদ্ধা এক কথা নয় বলে সংসদে জানিয়েছেন হুইপ শহিদুজ্জামান সরকার।

রোববার সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

বিষয়: রাজনীতি

১০৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237562
২২ জুন ২০১৪ বিকাল ০৪:২৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : শহিদুজ্জামান সরকার হেতে আবার কোন গোয়ালের গোঁ বাচুর? মোর তো সন্দেহ লাগতাছে হেতে যে গাভীর পেটে জন্ম নিছিল সে গাভীর দুধ না খেয়ে নালা নর্দমার কুনো হিনজিরের দুধ খেয়ে বড় অইছিল!
২২ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
184127
নানা ভাই লিখেছেন : বিনুদুন, বিনা পয়সার আওয়ামী বিনুদুন।Tongue
237567
২২ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
হতভাগা লিখেছেন : জিয়াউর রহমান বাই চান্স মুক্তিযোদ্ধা হলে উনারা কি বাই উইল মুক্তিযোদ্ধা ?

জিয়াউর রহমান বাই চান্স হবার পরও সেক্টর কমান্ডার হন ।

উনার সেক্টর কোনটা ছিল ?
২২ জুন ২০১৪ বিকাল ০৫:১৬
184128
নানা ভাই লিখেছেন : বিনুদুন, বিনা পয়সার আওয়ামী বিনুদুন।Tongue
237585
২২ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
ছিঁচকে চোর লিখেছেন : রাজনীতিকরা আজ যা বলেন ধরে নিবেন তার উল্টো। কারণ আজ তারা সত্য বলে না। সে হিসেবে আমি কেমন মানুষ সেটা সহজেই অনুমেয়। Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File