নেতানিয়াহু ফার্ষ্ট হতে পারলো না।

লিখেছেন লিখেছেন গুমড়া ৩১ জুলাই, ২০১৪, ০৬:২৬:০০ সকাল

নেতানিয়াহু শুধু শিশু ও নারীদেরকে হত্যা করছে। ঘরবাড়ি ধংস করছে। তার সামনে আছে হামাস।

আমাদের দেশে শিশু নারী যুবক বৃদ্ধ সব বয়সের লোকদেরকে হত্যা করা হয়েছে। সামনে কোন হামাস ছিল না। স্রেফ নিরীহ নিরস্ত্র মানুষ।

সাঈদীর ফাসির রায়ের দিন একদিনেই শতাধিক হত্যা করা হয়েছে। নেতানিয়াহু একদিনে একসাথে এত হত্যা করতে পারেনি। হেফাজতের দিনের কথা বাদই দিলাম।

গাজার বাড়িঘর আর কি! সাতক্ষীরায় তো বাড়িঘরের সাথে গরু ছাগলও পুড়িয়ে মারা হয়েছে।

নারায়নগঞ্জের সাত খুন! হায়রে আসামীরা কয়েদীদের মারের ভয়ে জেলে থাকতে পারে না বলে রিমান্ডের নামে জামাই আদরে আছে।

অতএব নেতানিয়াহু তুমি সেকেন্ড, ফার্ষ্ট নও। ফাষ্ট আমাগো দিদি।

ঐ যে একটু বদনাম করছে, তাতে মাইন্ড করো না। ওটুকু রাজনৈতিক। রাজনৈতিক নামের গাধা তোমাগো দেশে আছে কিনা কিজানি! আমাগো আছে। তাই রাজনৈতিক ভেবে সয়ে যাও। হাজার হোক বৈবাহিক সূত্রে তুমি আমাগো আত্মীয়।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249634
৩১ জুলাই ২০১৪ সকাল ০৯:০৮
আহ জীবন লিখেছেন : ভালই কইচেন।
249641
৩১ জুলাই ২০১৪ সকাল ১০:৫১
ব্যাসদেব লিখেছেন : বাপ কা বেটি..........
249644
৩১ জুলাই ২০১৪ সকাল ১১:০১
হতভাগা লিখেছেন : জননেত্রীকে নিয়ে কুতসা রটনা করে কি ব্লগকে টিকিয়ে রাখা যাবে ?
০১ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৩
194227
গুমড়া লিখেছেন : দলীয় নেতৃ আর জননেত্রীর মধ্যে পার্থক্য আছে।
249661
৩১ জুলাই ২০১৪ দুপুর ০১:৩৯
বেআক্কেল লিখেছেন :
কুৎসা রটানো চলিবে না, আমরাই ইহুদীদের আত্মীয়! নুনু না কাইটা হিন্দুদের মত রাখলেও, আহলে কিতাবের মেয়ে কিন্তু আমাদের বউ। সাম্প্রদায়িক পোষ্ট ছাপানোর জন্য প্রতিবাদ করলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File