রমাদানের মাস থেকে কি অামরা উপকার লাভ করতে পেরেছি?
লিখেছেন লিখেছেন বাজলবী ৩১ জুলাই, ২০১৪, ০৬:১৮:৪৯ সকাল
অামরা কি এমন একটি বরকতময় মাসকে বিদায় দিয়েছি যা কোরঅান নাযিলের মাস, তাকওয়া, ধৈর্য্য, জেহাদ, রহমত মাগফেরাতের মাস। জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস।অামরা কি অামাদের অাত্মাকে কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করে বিজয় লাভ করতে পেরেছি? নাকি কুপ্রবৃত্তির অনুস্বরণ ও অনুকরণ এবং প্রচলিত কুপ্রথাই বিজয় লাভ করতে সক্ষম হয়েছে? অামরা কি এ মাসে তাকওয়া অর্জনের মাধ্যেমে মুত্তাকিন হিসেবে কৃতিত্ব লাভ করতে পেরেছি?
পবিত্র রমাদান মাস চলে যাবার পর প্রথম দিন হতে মানুষ জা,মাতে অাসা ছেড়ে দেয়। তারাবীহ নামায হলো সুন্নাত, তাতে নামাযীদের ভীড়ে মসজিদের জায়গা সংকুলান হয় না। অথচ ফরয নামায ছেড়ে দেয়া হল কুফুরী।
প্রত্যেক মানুষের উচিৎ অাল্লাহর অানুগত্য, তার ইবাদত এবং তার শরীয়তের উপর পরিপূর্ণরূপে অবিচল থাকা। সামান্য কয়েকদিন সপ্তা, মাস, বছর কোন কোন স্হান ও সময়ে লোক জনের সাথে মিলে মিশে অাল্লাহকে ডাকবে, তারপর তারঁ পথ থেকে দূরে সরে যাবে এটা কখনো উচিৎ নয়।জেনে রাখা দরকার যিনি বিশেষ সময়ের প্রভু তিনি সব সময়ের প্রভু। অাল্লাহ তাঅালা অামাদেরকে বিদায়ী প্রশিক্ষণ মাস থেকে অামল করার তাওফিক দান করুক। অামিন।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকুম আল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন